• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ির বউ গুনগুনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আদিল! সৌগুনের মাঝে বাড়ছে মান অভিমানের পালা

Published on:

Khorkuto soujanyo insults adil with gungun

স্টারজলসার জনপ্রিয় সিরিয়াল হল খড়কুটো (Khorkuto)। শুরুর দিকে সর্বাধিক জনপ্রিয় থাকলেও বর্তমানে দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে সিরিয়ালটি। গুনগুনের পাগলামির সাথে সৌজন্যের গম্ভীরভাব সাথে গোটা পরিবারের হৈ হুল্লোড় এই নিয়েই দিব্যি দর্শকদের মন জয় করছিলো খড়কুটো। কিন্তু কোথাও যেন খেই হারিয়েছে গল্পের। বেশ কিছু জটিলতা এসেছে গল্পে। মিষ্টির প্রেগনেন্সিতে বাড়িতে খুশির হাওয়া বইলেও, কিছুদিনের মধ্যেই হাওয়া হয়ে যায় সেই খুশি।

প্রথমে ভজনবাবুর লক্ষাধিক টাকা ঋণের রহস্যের পর্ব চলে। জানা যায় যে গানের অ্যালবাম বানানোর জন্যই নাকি টাকা ধার করেছিলেন তিনি। এরপর মুখার্জী পরিবারে এক মুসলিম অজ্ঞাত পরিচয় চরিত্রের প্রবেশ ঘটে। ছেলেটির নাম আদিল, আর পটকার সাথে নাকি গভীর সম্পর্ক রয়েছে তাঁর। পটকা না নিজের মুখেই বলেছেন আদিলের সাথে নাকি তার রক্তের সম্পর্ক রয়েছে। কিন্তু বাড়ির বাকিদের কাছেই এই সম্পর্কের  বিষয়টা সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Khorkuto

ইতিমধ্যেই পটকা আর আদিলের কথা শুনে গুনগুন আদিল আসলে কে সেই রহস্য উদ্ধার করে ফেলেছে। তাই আদিলের সাথে মিশতে আর  কোনো বাধা নেই গুনগুনের। কিন্তু পটকাকে  গুনগুন কথা দিয়েছে যে আদিলের আসল পরিচয় সে বাড়ির কাউকে এখুনি জানাতে পারবে না। আর করেছেন তাই, কিন্তু মুশকিল হল আদিলের সাথে বাড়ির কাউকে না বলে বিশেষ সৌজন্যকে না বলে ঘুরতে বেরিয়ে গেছে গুনগুন। এই ঘটনাটা মোটেও  মেনে নিতে পারছে না সৌজন্য।

Khorkuto Gungun Adil

গুনগুন আর আদিল বাড়ি ফিরতেই অপমানের সুরেই আদিলকে কথা শুনিয়েছে সৌজন্য। ওদিকে গুনগুনের ওপরেও চিৎকার করেছেন সৌজন্য। আদিলের সাথে ঘুরতে যাবার কারণে বেশ রেগে আছে সৌজন্য। তারপর রাতে শোবার আগেও সৌজন্য আর গুনাগুনের মধ্যে রীতিমত ঝগড়া বেঁধেছে এই বিষয় নিয়েই। কিন্তু গুনগুন যে সৌজন্যের হাত ছাড়া ঘুমাতে পারে না। তাই রাতে বিছানায় শুয়ে মন খারাপ করে আফসোস করছে গুনগুন।

প্রসঙ্গত, সিরিয়ালে মুসলিম চরিত্রের আগমনে মোটেও খুশি নয় দর্শকেরা। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে শুরুতে সিরিয়ালের টিআরপি রেটিং দারুন ফল করলেও বিগত কিছু সপ্তাহে খানিক পিছিয়ে পড়ছে খড়কুটো। এবার গল্পের মোড় কোন দিকে যায় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥