• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়া থেকে খুনের অভিযোগ! সাধের স্বামীকেই গারদে ঢুকিয়ে ছাড়লেন রাখি সাওয়ান্ত

Published on:

Adil Khan got arrested after Rakhi Sawant's complaint

নতুন বছরের শুরুতেই জানা গিয়েছিল প্রেমিক আদিল খান দুরানির (Adil Khan Durrani) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের ‘ড্রামা ক্যুইন’ হিসেবে খ্যাত রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। যদিও প্রথমে সেই বিয়ের কথা অস্বীকার করছিলেন আদিল। কিন্তু পরে নাকি সলমন খানের কথা শুনে তা স্বীকার করেন তিনি। কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আসার এক মাস হতে না হতেই জানা গেল দ্বিতীয় বিয়েও ভেঙেছে রাখির!

গত রবিবার ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। সংবাদমাধ্যমের সামনে এসে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। সেই সঙ্গেই জানান, সঠিক সময় মতো আদিলের মুখোশ টেনে ছিঁড়ে দেবেন। তবে শুধুমাত্র সংবাদমাধ্যমের কাছেই নয়, গতকাল রাতে ওশিওয়াড়া পুলিশ স্টেশনে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

Rakhi Sawant husband arrested, Adil Khan Durrani arrested

রাখির দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতেই আজ অর্থাৎ মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাঁর স্বামী আদিলকে (Rakhi Sawant husband arrested)। জানা গিয়েছে, সকালে বাড়িতেই ছিলেন রাখির স্বামী। তখনই বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। নেটিজেনদের বক্তব্য, রাখির দ্বিতীয় বিয়ে ভাঙা এখন কেবলই সময়ের অপেক্ষা।

সোমবার আদিলের বিরুদ্ধে রাখি অভিযোগ করে বলেন, গত এক বছর ধরে অনেক কিছু সহ্য করেছেন তিনি। তাঁর স্বামী নাকি কিছুতেই বিয়ের কথা স্বীকার করতে চাইত না। বিয়ের কথা প্রকাশ্যে আনার কথা বললেই ডিভোর্সের হুমকি দিতেন তিনি। পাশাপাশি এও জানান, বিয়ের পরেও নাকি প্রাক্তনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন তাঁর স্বামী। প্রাক্তন প্রেমিকাকে ঘুণাক্ষরেও রাখির সঙ্গে তাঁর বিয়ের কথা জানতে দেননি।

Rakhi Sawant and Adil Khan Durrani

অভিনেত্রীর সংযোজন, ‘বিগ বস মারাঠি’ থেকে ফিরে আসার পর তিনি জানতে পারে নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। সেকথা জানাজানি হওয়ার পর প্রথমে মেলামেশা বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও পরে রাখিকে মারধর শুরু করেন তাঁর স্বামী। রাখির কথায়, একদিন তিনি নামাজ পড়ছিলেন সেই সময় মেয়েটির ফোন আসে। আর এরপরই তাঁকে মারধর শুরু করেন আদিল।

সবশেষে রাখি বলেন, আদিল যখন মাইসোর থেকে এসেছিলেন তখন তাঁর হাতে কিছুই ছিল না। অভিনেত্রীই তাঁকে বলিউডের সঙ্গে পরিচয় করান, ব্যবসায়ী করান। কিন্তু এত কিছু করা সত্ত্বেও আদিলের হাতে মারধর খেয়েছেন তিনি। প্রসঙ্গত, সোমবার হোটেলে বসে একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল রাখি এবং আদিলকে। তখনই অভিনেত্রী বলেছিলেন, এটা হয়তো তাঁদের একসঙ্গে বসে শেষ ডিনার খাওয়া। এরপরই পুলিশের কাছে গিয়ে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন রাখি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥