• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুম্পা গানে উদ্দ্যম নাচ করলেন বাংলা সিরিয়ালের মহিলা বাহিনী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সদ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো গেল। আর তার আগেই ইউটিউবে রিলিজ হয়েছে অভিজিৎ সরকারের স্বাধীন ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’এর একটি আইটেম সং টুম্পা। সারা পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ভাসান অবধি দাপিয়ে বেড়িয়েছে এই গানই। আরজে সায়ন, স্ট্যান্ডআপ কমেডিয়ান দীপাংশু আচার্য্য ছাড়াও এই গানের ‘টুম্পা’ হিসেবে ছিল সুমনা দাস। এখন সবার মুখে মুখে একটাই গান ‘টুম্পা সোনা’…

এবার এই গানের রেশ এসে পড়ল টেলি-পাড়ার অন্দরেও। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কনে-বউয়ের মেকাপ রুমে এবার ‘টুম্পা’ গানে উদ্দম নাচলো ধারাবাহিকের মহিলা বাহিনী। এই গানে নাচতে দেখা গেছে কনে বউয়ের মুখ্য চরিত্র নেহা অমনদীপ, সৌমিতৃষা সহ আরও দুই অভিনেত্রী। আর কাহানী মে টুইস্টের মত ভিডিওতে হটাৎ উদয় হয়েছেন ‘রিয়েল টুম্পা’।

গত ২৩ শে সেপ্টেম্বর কনেবউ সিরিয়ালটি শুরু হলেও ইতিমধ্যেই এই ধারাবাহিক মন জিতে নিয়েছে দর্শকদের। সান বাংলায় রাত সাড়ে আটটার স্লটে দেখা যায় এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নেহা ও গৌরব। এই প্রথম সোশাল ড্রামায় দেখা যাবে শ্রীকৃষ্ণ ও মহাদেব চরিত্রে জনপ্রিয় অভিনেতা গৌরব মণ্ডলকে। নেহা অবশ্য সোশাল ড্রামা দিয়েই জনপ্রিয় হয়েছেন আগে, ‘স্ত্রী’ ধারাবাহিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥