• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর কুকীর্তির জেরে শিল্পা শেঠি ছাড়াও ট্রোলের মুখে এই ৫ বলিউড সেলিব্রেটি

Published on:

Shilpa Shetty Sad

অশ্লীল ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গত ১৯ জুলাই গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তারপর থেকেই স্বামীর কুকীর্তির জেরে লাগাতার শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty)। প্রায় প্রতিদিনই এই মামলায় নতুন নতুন ঘটনা সামনে আসছে।

সেইসাথে রোজই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নিত্যনতুন ট্রোলের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। তবে শিল্পা একা নন বলিউডে এমন অনেক সেলিব্রেটিই আছেন যাঁদের স্বামীর কুকীর্তির জেরে বদনামির মুখে পড়তে হয়েছে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এমনই ৫ জন জনপ্রিয় সেলিব্রেটিদের তালিকা।

১) ভাগ্যশ্রী (Bhagyashree)

১৯৮৯ সালে সালমান খানের সাথে জুটি বেঁধে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী। একসময় স্বামীর বেআইনি কার্যকলাপের জেরে জনসমক্ষে লজ্জায় মাথা নত হয়েছিল তাঁরও। আজ থেকে মাত্র ২ বছর আগেই অর্থাৎ ২০১৯ সালে তাঁর স্বামী হিমালয় দাসানীকে হাই প্রোফাইল জুয়া র‍্যাকেটের সাথে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছিল। যার কারণে ভাগ্যশ্রীকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।

২) সুজান খান (Sujan Khan)

ভারতের জনপ্রিয় ইন্টারিয়র ডিজাইনারদের মধ্যে অন্যতম হলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের স্ত্রী সুজান খান। একে অপরকে ভালোবেসে ২০০০ সালেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। কিন্তু ২০১৪ সালেই দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে একে অপরের সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। তাঁদের হ্রেহান ও হ্রিদহান নামের দুই পুত্র সন্তানও আছে। কিন্তু জানা যায় সুজানের সাথে থাকাকালীনই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন হৃতিক। যদিও পরবর্তীতে হৃতিক ও কঙ্গনার মধ্যে ব্যাপক বিবাদের সৃষ্টি হয়েছিল। এসবের জেরে সুজান খানকে এক অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছিল।

৩) মাদালসা শর্মা (Madalsa Sharma)

মাদলসা শর্মা মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর স্ত্রী। তিনি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। গত বছর, মহাক্ষয়ের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ এনেছিল। নির্যাতিতার অভিযোগ ছিল, ২০১৫ সাল থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এই সময়ে, মহাক্ষয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। এই ঘটনায় এক চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল মিঠুন চক্রবর্তীর পুত্রবধূকেও।

৪) দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)

দিব্যা খোসলা গুলশান কুমারের ছেলে ভূষণ কুমারের স্ত্রী। সম্প্রতি ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক মডেল। নির্যাতিতার অভিযোগ ছিল, টি-সিরিজ প্রজেক্টে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ভূষণ কুমার তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। যদিও অভিযোগ উড়িয়ে, ভূষণ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্যাতিতার অভিযোগ মিথ্যা। আর এসবের জেরে দিব্যা খোসলা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোলড হয়েছিলেন।

৫)জরিনা ওয়াহাব (Zarina Wahab)

বলিউড অভিনেত্রী জরিনা ওয়াহাব অভিনেতা আদিত্য পাঞ্চোলির স্ত্রী। উল্লেখ্য আদিত্য পাঞ্চোলি এমন একজন সেলিব্রেটি যাঁর নাম চলচ্চিত্রের চেয়ে বেশি বিতর্কের কারণে প্রায়দিনই শিরোনামে উঠে আসে। এর ফলে তাঁর স্ত্রী জরিনা ওয়াহাবকে নানান সমস্যার মুখে পড়তে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥