• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদাম ফিভার! ভুবন বাদ্যকরের ভাইরাল গানে কোমর দোলালেন ‘হট’ অভিনেত্রী উর্বশী রাউতেলা

Published on:

উর্বশী রাউতেলা,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,Urvashi Rautela,bhuban badyakar,kancha badam,viral video

নামেও তিনি উর্বশী আর সৌন্দর্যেও। বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন উর্বশী রাউতেলা (URVASHI RAUTELA)। নিজের মোহময়ী অভিনয় ও স্টাইলে দর্শকদের মাতিয়েছেন বহুবার। ‘সুলতান’, ‘পাগল পানতি’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’ এর মত ছবি করেছেন অভিনেত্রী। এককালে তাকে নিয়ে চর্চার শেষ ছিল না।

সবসময়ই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী৷ বলিউডে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা না পেলেও আইটেম সং এবং মডেলিং-এ তার ধামাকার জুড়ি মেলা ভার। তাই তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। সম্প্রতি মিস ইউনিভার্স ২০২১ এ ভারত থেকে বিচারকের আসন আলো করেছিলেন উর্বশী রাউতেলা। নিজের হাতে ভারতের পতাকা তুলে নিয়ে হারনাজের সাথে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

উর্বশী রাউতেলা,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,Urvashi Rautela,bhuban badyakar,kancha badam,viral video

তবে এবার এই অভিনেত্রীও মজলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ভাইরাল গানে। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ এই গানটা এতদিনে বাচ্চা থেকে বুড়ো সবার শোনা হয়ে গিয়েছে। আমরা যারা ট্রেনে বাসে যাতায়াত করি তারা জানি, প্রত্যেক বিক্রেতারই নিজেদের জিনিস বিক্রির একটা আলাদা ধরন থাকে।

উর্বশী রাউতেলা,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,Urvashi Rautela,bhuban badyakar,kancha badam,viral video

ভুবন বাবুও বাদাম বিক্রির জন্যই এই গান বেঁধেছিলেন, কিন্তু সেই গানের কথা সুর সবই বেজায় মনে ধরে যায় সকলের৷ এখন তার গানের জনপ্রিয়তা দেশ পেরিয়ে বিদেশেও পসার জমিয়েছে। বলাই বাহুল্য, তাবড় তাবড় বলিউড অভিনেত্রী থেকে শুরু করে বিদেশের নামী নামী ইউটিউবার সেলিব্রিটিরাও এই গানের ভাষা না বুঝেও তাতে কোমর দুলিয়েছেন। এক কথায় কার্যত ট্রেন্ড সেট করে দিয়েছেন ভুবন বাবু।

উর্বশী রাউতেলা,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,Urvashi Rautela,bhuban badyakar,kancha badam,viral video

এবার এই ট্রেন্ডে গা ভাসালেন হট অভিনেত্রী উর্বশী রাউতেলাও। নীল একটি স্লিট গাউনে গ্ল্যামার যেন ঝড়ে পড়ছে অভিনেত্রীর সর্বাঙ্গ থেকেই। হেয়ার স্টাইলে এক গুচ্ছ বিনুনি করা তার। আর এই পোশাকেই কাঁচা বাদামে নেচে তুমুল ভাইরাল হয়েছেন উর্বশী রাউতেলা। আর ভিডিও ভাইরাল হতে যে বেশি সময় লাগেনি তা বলাই বাহুল্য।

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥