টলিউডে (Tollywood) একাধিক অভিনেত্রী রয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রীতে কাজ করে আসছেন ও দর্শকদের খুবই পছন্দের। এমনই একজন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। বর্তমানে ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকাদের মধ্যে একজন তিনি। কেন? কারণ টলিউড তো বটেই বলিউড থেকেও ডাক পেয়েছেন তিনি। এমনকি হিন্দি ছবিটি শুটিংও সেরে ফেলা হয়ে গিয়েছে। তবে সম্প্রতি নিজের কেরিয়ার ও প্রেমের সম্পর্কের জেরে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
অভিনেত্রীর বয়স বর্তমানে ৩৭ বছর। তবে এই বয়সে এসে যেখানে বেশিরভাগই বিয়ে করে ফেলেন, সেখানে এখনও অবিবাহিত আছেন তনুশ্রী। প্রেম আছে বা বলা ভালো ছিল, কিন্তু সেই সম্পর্ক নাকি আজ ভাঙ্গনের দোরগোড়ায়। অন্তত এমনটাই কানাঘুঁষো শোনা যাচ্ছে টলি পাড়ার অন্দরে। আর কারণ হিসাবে জানা যাচ্ছে, অভিনেত্রী নাকি এই মুহূর্তে বিয়ে করতে চাইছেন না। আপাতত কেরিয়ারের দিকেই ফোকাস করতে চাইছেন তিনি।
যদিও নিজে স্বীকার করেননি, তবে ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সাথে যে তনুশ্রী চক্রবর্তী দীর্ঘদিন প্রেম করছেন সেকথা সকলেরই জানান। তবে সম্প্রতি জানা যাচ্ছে, সেই প্রেমের সম্পর্ক ভাঙতে বসেছে। কারণ সংসার নয় আপাতত কেরিয়ারকেই প্রাধান্য দিতে চাইছেন অভিনেত্রী। অবশ্য প্রেম বা প্রেমের বিচ্ছেদ উভয় প্রসঙ্গে মুখ খুলতে নারাজ তিনি।
যেমনটা জানা যায়, বিজ্ঞাপনীর কাজের সময়েই প্রেমিক রাজকুমারের সাথে আলাপ হয়েছিল অভিনেত্রীর। এরপর সেই আলাপ প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। নিজের মুখে প্রেমের কথা স্বীকার করেননি ঠিকই, তবে দিদি নং ১ এর মঞ্চে একবার জানিয়েছিলেন মনের মানুষ থাকার কথা। তবে হয়তো এবার সেই সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ার আগেই কেরিয়ারের জন্য ভাঙতে বসেছে সম্পর্ক।
প্রেম ভাঙার খবর নিয়ে আলোচনা শুরু হওয়ার পর সংবাদ মাধ্যম হাজির হয়েছিল অভিনেত্রীর কাছে। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘প্রত্যেকের জন্যই কেউ না কেউ ঠিক নির্দিষ্ট থাকেন। সময় হলেই তিনি প্রকাশ্যে আসেন।’
প্রসঙ্গত, সদ্য বিদেশ থেকে ফিরেছেন তনুশ্রী। মার্কিন মুলুকে সম্মানিত করা হয়েছে তাকে। বিদেশের মাটিতেও অভিনেত্রীর ছবি বেশ প্রশংসিত হয়েছে। এমনকি বিদেশে যাওয়ার আগেও তাঁর হাতে তিনটি ছবি ছিল। সেই ছবিগুলি হল ‘আবার বছর কুড়ি পরে’, ‘কাঞ্চনজঙ্ঘা’ ও ‘সামশেরা’। শুধু তাই নয় দেশে ফায়ার আবারও নতুন ছবির অফার পেয়ে গিয়েছেন তিনি চুক্তিও সই হয়ে গিয়েছে।