বঙ্গে হিমেল হাওয়া আসতেই শহরজুড়ে এখন বিয়ের মরশুম। টিভির পর্দা থেকে বাস্তব জীবন সর্বত্রই শুভ কাজে দেরি করছে কেউই। একে একে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয় তারকা জুটিরাও। এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় সেলেব কাপল হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhatttcharya) এবংঅভিনেতা রুবেল দাস (Rubel Das)।
কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে তাঁদের জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)। এই ধারাবাহিকে একে অপরের বিপরীতে সংগীত এবং যমুনা চরিত্রে অভিনয় করেছিলেন রুবেল-শ্বেতা। সেই শুরু হয় পর্দার সংগীত-যমুনার রূপকথার গল্প। পর্দার প্রেম গড়ায় বাস্তবে। কিছুদিন আগেই শ্বেতা রুবেল দুজনেই সত্যিটা স্বীকার করে নিয়ে শিলমোহর দিয়েছেন প্রেমের সম্পর্কে।
সেই থেকে আর লুকোচুরি নয় বরং বেশ খুল্লামখুল্লা ভাবেই প্রেম করছেন টেলিপাড়ায় এই জনপ্রিয় লাভবার্ডস। প্রসঙ্গত যমুনা ঢাকি শেষ হওয়ার পর শ্বেতা রুবেল দুজনেই ফিরেছেন নতুন সিরিয়ালে। তবে রুবেল এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’-তে। কেউ সিরিয়ালে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে পর্দার জবা অভিনেত্রী পল্লবী শর্মাকে।
অন্যদিকে একই চ্যানেলের অপর নতুন সিরিয়াল ‘সোহাগ জল’ এর নায়িকা হয়েছেন শ্বেতা। এই সিরিয়ালে তার বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফানা-কে। প্রসঙ্গত জি বাংলার এই দুই সিরিয়ালেই এখন চলছে বিয়ের মরশুম। নিম ফুলের সৃজন-পর্ণার মতোই ‘সোহাগ জল’-এও সদ্য বিয়ে হয়েছে জুঁই আর শুভ্রর।