• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়িকা হলেও জিতেছেন দর্শকদের মন, জন্মদিনের সেলিব্রেশনের মাঝে বিয়ের দিনক্ষণ জানালেন সুদীপ্তা

Published on:

Sudipta Banerjee announces her wedding while birthday celebration

রাজনীতি আর বিনোদন দুনিয়ার সম্পর্ক নতুন বিষয় নয়। প্রায়ই দেখা যায়, এই দুই দুনিয়ার মানুষদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এমন উদাহরণ টলিউডেও প্রচুর রয়েছে। সেই তালিকাতেই নাম তুলেছিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কের ছেলের সঙ্গে সম্পর্কের কথা  নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করেই অনুরাগীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছিলেন তিনি। এবার গত ৫ জুলাই, নিজের জন্মদিনের দিন বিয়ের দিনও ঘোষণা করে ফেললেন তিনি।

শ্যুটিংয়ের শত ব্যস্ততা সামলে গতকাল নিজের জন্মদিন উদযাপনে মেতেছিলেন সুদীপ্তা। সঙ্গে ছিলেন কাছের মানুষরা। জীবনের এই বিশেষ দিনটি নিজের মতো করেই কাটিয়েছেন অভিনেত্রী। তবে জন্মদিনের পরের দিনই একটি নামী সংবাদমাধ্যমকে নিজের বিয়ের সুখবরওটিও তিনি দিয়ে দিলেন।

Sudipta Banerjee

টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ সুদীপ্তার সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ন স্মিতা বক্সির ছেলের সৌম্য বক্সির(Soumya Bakshi) সম্পর্কের কথা সকলেরই জানা। নায়িকার জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন প্রেমিক। ভালোবাসার মানুষের জন্মদিনে পরম আদরে কেকও খাইয়ে দিয়েছেন তিনি।

বুধবার একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যখন সুদীপ্তাকে তাঁর বিয়ের পরিকল্পনার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখনই সুখবরটি দেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আগামী বছরই বিয়ে করে নেব। আমরা দু’জনেই মনস্থির করে ফেলেছি। গত বছর করব ভেবেছিলাম। কিন্তু করোনার জন্য হয়নি। কিন্তু আগামী বছর প্রত্যেকে সুখবর পেয়ে যাবে। শীঘ্রই বিয়ের তারিখও ঠিক করে ফেলব’।

Sudipta Banerjee and Soumya Bakshi

সুদীপ্তা একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে রানী মণিমল্লিকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এই মুহূর্তে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছেন এই সুন্দরী নায়িকা। তবে জন্মদিনের কারণে আপাতত কাজ থেকে ২ দিনের ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন সুদীপ্তা। রিসোর্টে জন্মদিন উদযাপন করার পর সেখানেই দু’দিন কাটিয়ে ফের শ্যুটিং শুরু করবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥