ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সৃষ্টির পান্ডে (Shirsti P,andey)। একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তবে তিনি প্রথম নজর কেড়েছিলেন স্টার জলসার ‘ফ্যালনা’ সিরিয়ালে অভিনয় করে। এই সিরিয়াল শেষ হয়েছে আগেই তবে সিরিয়াল শেষ হলেও বসে নেই সৃষ্টি। বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার অপর একটি সিরিয়াল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)-এ।
এই সিরিয়ালে নায়ক অর্থাৎ উকিলবাবু অরিন্দম রায়ের বোনের মেয়ে ডোনা চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি। তবে অনেকেই হয়তো জানেন না বাংলা টেলিভিশনের এই পরিচিত অভিনেত্রী আসলে বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় পরিচালকের নিকট আত্মীয় (Relative)। হ্যাঁ ঠিকই ধরেছেন সৃষ্টি আসলে পরিচালক ,প্রযোজক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ভাগ্নি।
অর্থাৎ সম্পর্কে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) তার মামী হন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মামা,মামি থেকে শুরু করে ছোট্টো ভাই ইউভানের সাথে নানান ধরনের, নানান মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। অল্প দিনের মধ্যেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন সৃষ্টি। প্রসঙ্গত উপরে যে দুটি সিরিয়ালের নাম করা হয়েছে অর্থাৎ ‘ফ্যালনা’ এবং ‘গোধূলি আলাপ’ এই দুটি সিরিয়ালই কিন্তু সৃষ্টির মামার রাজ চক্রবর্তী প্রযোজিত সিরিয়াল।
প্রসঙ্গত অভিনয়ের দৌলাতেই সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয়তা রয়েছে সৃষ্টির। এরই মধ্যে ৩৫ হাজার ফলোয়ার্স রয়েছে তার। মাঝে মধ্যেই মামি শুভশ্রী থেকে শুরু করে ছোট ভাই ইউভানের সাথে নানান মজার ভিডিও এবং ছবি শেয়ার করেন সৃষ্টি। সম্পর্কে শুভশ্রী তার মামী হলেও সম্পর্কটা কিন্তু তাদের একেবারে বন্ধুর মতো।
তাই আড্ডা থেকে শুরু করে ঘোরাফেরা সবকিছুতেই তিনি সঙ্গী হন মামীর। এরইমধ্যে ইদানিং তার সাথে অভিনেতা অর্ণব বিশ্বাসের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানারকম কানাঘুষো শোনা যাচ্ছে। বর্তমানে এই অভিনেতাকে বউমা একঘর সিরিয়ালে দেখা যাচ্ছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই তাদের একসাথে অনেক ছবিই চোখে পড়ে।