• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা দাদা সুন্দর হলে কি তার সাথেও প্রেম করছি ? কাঞ্চনের সাথে সম্পর্ক প্রসঙ্গে ফুঁসে উঠলেন ‘রাধারানী’

Updated on:

শ্রীময়ী চট্টরাজ,কাঞ্চন মল্লিক,টলিউড গসিপ,Kanchan Mullik,Sreemoyee Chattoraj,Tollywood Gossip,Actress Sreemoyee Chattaraj speaks out about relation with kanchan mullik

সম্প্রতি টলিপাড়ায় এক নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Shreemoye Chattaraj) সাথে নাকি প্রেমে পড়েছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। নিজের অভিনয়ের কারণে ইতিমধ্যেই বেশ জনপিয় কাঞ্চন। দীর্ঘ ২৫ বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তিনি। তবে বেশ কিছুদিন হল সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছেন। অভিনেতা বিয়ে করেছেন পিঙ্কি ব্যানার্জীকে। কিন্তু এবার অভিনেতার সম্পর্কে বিবাহবহির্ভুত সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে এল।

কিছুদিন আগে হয়ে যাওয়া ভোটে জিতে বর্তমানে  উত্তরপাড়ার নতুন তৃণমূল বিধায়ক পদে রয়েছেন কাঞ্চন মল্লিক। তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীময়ীর সাথে বহুবার প্রচারে দেখা গিয়েছে কাঞ্চনকে। এবার সেই অভিনেত্রীর সাথেই রাজনৈতিক সূত্রে বেঁধে গুঞ্জন রটছে দুজনের প্রেমের।

শ্রীময়ী চট্টরাজ,কাঞ্চন মল্লিক,টলিউড গসিপ,Kanchan Mullik,Sreemoyee Chattoraj,Tollywood Gossip,Actress Sreemoyee Chattaraj speaks out about relation with kanchan mullik

এবার এই গুঞ্জন সম্পর্কে ফুঁসে উঠলেন অভিনেত্রী শ্রীময়ী। শ্রীময়ীকে ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে ‘রাধারানী’ চরিত্রে দেখতে পাওয়া যায়। অভিনেত্রীর মতে, ‘অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা। হাজারো গুজব রটছে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে হামেশাই। যেকোনো দুজন মানুষকে নিয়ে সম্পর্ক জুড়ে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমার ও কাঞ্চন মল্লিকের প্রেমের গুজব ছড়িয়ে পড়েছে। ভাবতে অদ্ভুত লাগে এইভাবে খবর ছড়ানোর আগে কেউ কাঞ্চন মল্লিক বা তার স্ত্রী পিঙ্কদি বা আমাকে কিছুই জানতে চাইলো না’!

অভিনেত্রীর মতে, ‘আমরা অভিনেত্রী বলে কি আমাদের ঘর সংসার নেই?  লোকচক্ষু লজ্জা বলেও একটা জিনিস থাকে! অভিনেত্রী বলে যার সাথে দেখবেন তার সাথেই আমি প্রেম করছি এটা একেবারেই নয়! অভিনয়ের সূত্রে ও শাসকদলের  রাজনৈতিক প্রচারের সূত্রে বহু মানুষের সাথে পরিচয় রয়েছে তাদের তাদের মধ্যে কাঞ্চন মল্লিক একজন’।

শ্রীময়ী চট্টরাজ,কাঞ্চন মল্লিক,টলিউড গসিপ,Kanchan Mullik,Sreemoyee Chattoraj,Tollywood Gossip,Actress Sreemoyee Chattaraj speaks out about relation with kanchan mullik

এছাড়াও অভিনেত্রী আরো বলেন, কাঞ্চন মল্লিকের সাথে তাঁর আলাপি সিরিয়ালের অভিনয়ের সূত্রেই। ক্যামেরার সম্মুখীন হতে ভয় পেতেন অভিনেত্রী তাকে কাজ শিখিয়েছেন কাঞ্চনদা ও খরাজ মুখোপাধ্যায়ের মত অভিনেতারা। তাই তাদের শিক্ষাগুরু হিসাবেই মানেন অভিনেত্রী। তাছাড়া কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কির সাথেও ভালো সম্পর্ক রয়েছে অভিনেত্রীর।

কাঞ্চন-পিঙ্কির চেতলার বাড়িতেও গিয়েছিলেন অভিনেত্রী। তাদের পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে। অথচ সোশ্যাল মিডিয়া থেকে ছবি সংগ্রহ করেই চলছে গুজবের প্রচার। গতবছর এক রিয়্যালিটি শোতে কাঞ্চন মল্লিকের সাথে ‘টুম্পা সোনা’ গানে একটি রিল ভিডিও বানিয়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিও তুলেই চলছে গুজবের প্রচার। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘রীতিমত ভয় পাচ্ছি বাবা দাদা সুপুরুষ হলে তার সাথেও প্রেমের সম্পর্ক শুনব কোনদিন’!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥