শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) নামটা সকলের কাছেই খুব চেনা। নব্বইয়ের দশকে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত নিজের অভিনয়ের দক্ষতায় প্রতিবারেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। তবে এছাড়াও আরও একটা পরিচয় আছে অভিনেত্রীর। বড়ই ঠোঁট কাটা তিনি, অর্থাৎ সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসেন। তাতে সেটা শ্রুতিমধুর হোক কিংবা তিক্ত। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি খুশির মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা মিত্র।
কিছুদিন আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film Festival) সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড (best actress award) জিতেছিলেন শ্রীলেখা। এতদিনে সেই অ্যাওয়ার্ডের ট্রফি এসে পৌছালো অভিনেত্রীর হাতে। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ (Once Upon a Time in Calcutta) ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্যই এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
ট্রফি হাতে পেয়ে সেটা নিয়েই কিছু ছবি তুলেছেন অভিনেত্রী। যা শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। সাথে লিখেছেন, ‘ট্রফিটা এসেছে, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনে আছে আমি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছিলাম ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য। ধন্যবাদ অরিন্দম ঘোষ আমার হয়ে এই অ্যাওয়ার্ড নয়া আর আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য’।
এখানেই শেষ নয় অভিনেত্রী আরও লেখেন, ‘শ্রীলেখা বিতর্ক বা শিরোনাম সৃষ্টি নিয়ে নয়। ইচ্ছে করে কিছু ভালো কাজ করি যেখানে আমার মস্তিস্কও কথা বলে। বিষয়টাকে ছোট করে দেখবেন না। আমাকে অযাচিত খোরাকও বানাবেন না, প্লিজ। এমনটা হলে বারেবারে এটাই মনে হয় যে আমার বিরুদ্ধে বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হচ্ছে’।
প্রসঙ্গত, প্রায়শই নিজের বক্তব্য ও মতের কারণে শিরোনামে উঠে আসতে ও বিতর্কে জড়াতে দেখা যায় অভিনেত্রীকে। কিছুদিন আগেই ৫০ এ পা দিয়েছেন অভিনেত্রী। রাতে বাড়িতেই অল্প কিছু বন্ধুদের সাথে করেছেন জন্মদিনের ভেলিব্রেশন। কিন্তু সেখানেও শুরু হয়েছে বিতর্ক, নেপথ্যে বন্ধুদের সাথে সুরাপান। তবে যথাযথ উত্তরও দিয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন, ‘নিজের বাড়িতে নিজের পয়সায় খেয়েছি, বেশ করেছি’।
এদিকে এই বিতর্ক যখন চলছেই তার মাঝে রান্নাঘরের অভিনেত্রী সুদীপা চ্যাটার্জী ও সুইগি বিতর্কের মাঝেও নাম জড়িয়েছে অভিনেত্রীর। ডেলিভারি বয়ের ফোন কল নিয়ে করা সুদীপার একটি পোস্ট ঘিরে চরম বিতর্ক হয়েছিল। সেই পোস্টের স্ক্রিন শট শেয়ার করে ‘উদ্ধত অসভ্য এই মহিলা!’ লিখেছিলেন তিনি। এরপর পাল্টা সুদীপাও অভিযোগ করেছেন শ্রীলেখা মিত্রকে নিয়ে।