• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী হয়েও কাজ নেই! অবশেষে সিরিয়ালে কামব্যাক করলেন সোনালী চক্রবর্তী

সিনেমায় প্রাপ্য মর্যাদা না পেয়ে বহু অভিনেতা-অভিনেত্রীই সিরিয়ালকে বেছে নেন। ধারাবাহিকের মাধ্যমে একদিকে যেমন দর্শকদের মন জয় সুযোগ অনেক বেশি, তেমনই অর্থ রোজগারও নেহাত কম হয় না। এবার এই তালিকাতেই নাম লেখালেন টলিউডের একসময়ের নামকরা এক খলনায়িকা। সম্প্রতি সুপারহিট ‘গাঁটছড়া’র (Gaatchora) মাধ্যমে ফের অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন তিনি।

সম্প্রতি ‘গাঁটছড়া’য় খড়ির জেঠিমার প্রবেশ হয়েছে। সাদা শাড়ি, হাসি মুখে সেই অভিনেত্রীকে দেখেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন জেগেছে কোথায় যেন দেখেছি এনাকে? সেই অভিনেত্রীর পরিচয়ই আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল।

   

Sonali Chakraborty in Gaatchora

‘গাঁটছড়া’য় খড়ির জেঠিমা হিসেবে আসা সেই অভিনেত্রী আর কেউ নন, বরং একসময় টলিউড কাঁপানো খলনায়িকা সোনালী চক্রবর্তী (Sonali Chakraborty)। হ্যাঁ, ঠিকই দেখছেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সহধর্মিণীর কথাই হচ্ছে এখানে।

গত কয়েক বছর ধরে বড়পর্দায় একেবারেই দেখা যায় না সোনালীকে। শঙ্করকে মাঝেমধ্যেই নানান ধারাবাহিকে দেখা গেলেও, সোনালী অভিনয় থেকে একেবারে দূরেই সরে গিয়েছিলেন। এবার সেই অভিনেত্রীই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করলেন। এত বছর পর তাঁকে ফের পর্দায় দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

Sonali Chakraborty

টলি ইন্ডাস্ট্রির একসময়ের নামকরা খলনায়িকা সোনালী। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের হিট সিনেমা ‘হার জিত’এ অভিনেত্রীর সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শঙ্কর চক্রবর্তীর সহধর্মিণী। এছাড়াও ‘বন্ধন’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের সেই অভিনেত্রীই পর্দায় কামব্যাক করলেন।

Shankar Chakraborty and Sonali Chakraborty

একসময় এমন ছিল যে দর্শকরা সিরিয়ালের থেকে বেশি সিনেমা পছন্দ করতেন। কিন্তু এখন সময় বদলেছে। এখন খুব কম দর্শকই এমন রয়েছেন যারা পছন্দের ধারাবাহিক ছেড়ে সিনেমা দেখতে যাবেন। সেই কারণে বহু অভিনেতা-অভিনেত্রীই এখন দর্শকদের কাছে পৌঁছনোর জন্য সিরিয়ালই বেছে নিচ্ছেন। এবার দেখার এত বছর পর ছোট পর্দার হাত ধরে কামব্যাক করা সোনালী ফের দর্শকদের মন জয় করতে পারেন কিনা।