• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বরুণা ধাওয়ান’! ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল পরা বরুণের সঙ্গে পরিচয় করালেন সারা আলি খান

Published on:

এবার বরুণ নয় বরুণা ধাওয়ানের (Barun dhawan) সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী সারা আলি খান (Sara ali khan)। গোলাপি নার্সের পোশাকে অভিনেতার ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মাস্কারা, মাথায় তার পরানো হচ্ছে উইগ। এক দেখায় তাকে মেয়ে ভেবে ভুল ও হতে পারে। সারা বরুণ কে পরিচয় করাতে গিয়ে বলছেন বরুণ নয় বরুণা ধাওয়ান।

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, শ্যুটিং -এর আগে মেকাপ রুম থেকেই একটি ছোট্ট মজার মুহুর্ত শেয়ার করেছেন সারা। ভিডিও শেয়ার করে নায়িকা লিখেছেন, “আলাপ করুন সবচেয়ে হট নার্সের সঙ্গে”।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সইফ কন্যা সারা আলি খান ও বরুণ ধাওয়ানের ছবি ‘কুলি নং ওয়ান’। ১৯৯৫ সালে গোবিন্দা এবং করিশ্মা কাপুর অভিনীত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ এরই রিমেক আসছে বরুণ ও সারার হাত ধরে। গোবিন্দ এবং করিশ্মার এই ছবি বক্স অফিসে চূড়ান্ত হিট করেছিল। তাই স্বভাবতই গোবান্দার জায়গায় বরুণ এবং করিশ্মার জায়গায় সারা আলি খান দর্শকদের কতটা মন জিতে নিতে পারবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥