• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিস কাঁপাচ্ছে আলিয়ার গাঙ্গুবাঈ! সিনেমার অফার ফিরিয়ে, পস্তাচ্ছেন দীপিকা, প্রিয়াঙ্কারা

মুক্তির আগে থেকে বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।’ এই সিনেমায় আলিয়ার অভিনয় ফের একবার প্রমাণ করেছে ‘লম্বা রেসের ঘোড়া’ তিনি। মুম্বইয়ের মাফিয়া কুইন ’গাঙ্গুবাই’-এর মতো অত্যন্ত বলিষ্ঠ একটি চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছেন আলিয়া। তাই আস্ত একটা সিনেমা জুড়ে তার তুখোড় অভিনয়ের দাপট দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

শুধু তাই নয় সমস্ত সমালোচনা, কুমন্তব্য সব কিছুকে ছাপিয়ে গিয়ে ৫ দিনেই ৫ কোটি টাকার বক্স অফিস কালেকশন করে তাক লাগিয়ে দিয়েছেন গঙ্গুবাই। অথচ একসময় এই গঙ্গুবাই সিনেমায় অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের একাধিক নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা। আজ বং ট্রেন্ডের পাতায় দেওয়া হল সেই সকল বলিউড সেই সকল প্রথম সারির সেলেবদের তালিকা। চলুন দেখে নেওয়া যাক কে কে রয়েছেন এই তালিকায়।

   

নওয়াজুদ্দীন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,পার্থ সামথান,Parth Samthaan,রানি মুখার্জি,Rani Mukherjee,দীপিকা পাড়ুকোন,Deepika Padukone,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

১) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)

নওয়াজুদ্দীন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,পার্থ সামথান,Parth Samthaan,রানি মুখার্জি,Rani Mukherjee,দীপিকা পাড়ুকোন,Deepika Padukone,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

এই তালিকায় প্রথমেই উঠে আসে বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। শোনা যায় গঙ্গুবাই চরিত্রটির প্রথম অফার গিয়েছিল তার কাছেই। যদিও সেকথা স্বীকার করেননি পিগি চপস।

২) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)

নওয়াজুদ্দীন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,পার্থ সামথান,Parth Samthaan,রানি মুখার্জি,Rani Mukherjee,দীপিকা পাড়ুকোন,Deepika Padukone,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

সঞ্জয় লীলা বনশালির রামলীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবত ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের কাছেও এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে বলিউড ডিভা দীপিকার আর এই চরিত্রে অভিনয় করা হয়ে ওঠেনি।

৩) রানি মুখার্জি (Rani Mukherjee)

Rani Mukherjee রানী মুখার্জী

প্রিয়াঙ্কা এবং দীপিকা ছাড়াও, এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের অফার গিয়েছিল বলিউড অভিনেত্রী রানি মুখার্জির কাছেও। কিন্তু বিশেষ কোনো কারণে তিনিও এই ছবিতে অভিনয় করতে পারেননি।

৪)নওয়াজুদ্দীন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)

নওয়াজুদ্দীন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,পার্থ সামথান,Parth Samthaan,রানি মুখার্জি,Rani Mukherjee,দীপিকা পাড়ুকোন,Deepika Padukone,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

শুধু অভিনেত্রীরাই নন গঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন একাধিক অভিনেতা। তেমনই একজন হলেন দাপুটে অভিনেতা নাওয়াজ দ্দিন সিদ্দিকী। এই সিনেমায় সাংবাদিকের ভূমিকায় অভিনয়ের অফার পেয়েছিলেন তিনি। কিন্তু ডেটের কারণে সেই অফার ফিরিয়ে দেন নাওয়াজ।

৫) পার্থ সামথান (Parth Samthaan)

নওয়াজুদ্দীন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,পার্থ সামথান,Parth Samthaan,রানি মুখার্জি,Rani Mukherjee,দীপিকা পাড়ুকোন,Deepika Padukone,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

সূত্রের খবর, পার্থ সামথানের কাছেও এই সিনেমায় অভিনয়ের অফার গিয়েছিল। কিন্তু কোনো এক অজানা কারণে এই ছবি তিনি করতে পারেননি। তবে সঞ্জয় লীলা বনশালির আগামী ছবিতে দেখা যাবে তাকে।

site