কয়েকদিন সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে একটাই নাম নুসরত জাহান (Nusrat Jahan) । তার ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তার। এদিন নুসরত বিবৃতি দিয়ে জানান, “নিখিলের সাথে তিনি কেবল সহবাস করেছেন, তাদের কোনোরকম বিয়েই হয়নি”। এহেন মন্তব্যের পরেই ফের নাড়াঘাঁটা শুরু হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে।
শোনা যাচ্ছে, নুসরত নাকি মা হতে চলেছেন। তবে, যা রটে তার যে কিছুটা ঘটেও তার প্রমাণ অভিনেত্রী নিজেই। গত কয়েকমাস যাবত তার আর যশ দাশগুপ্তর সম্পর্কে নিয়ে যে গুঞ্জন চলছিল তাতে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, যশের সাথে ডেট করছেন তিনি।
জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মাসেই নাকি এই সুখবর পেয়েছেন নুসরত ও যশ। এদিকে নুসরতের স্বামী নিখিল জানিয়েছেন গত কয়েকমাস কোনো সম্পর্ক নেই তাদের। তাই কার্যতই এ সন্তান যে নিখিলের নয় সেকথাও স্পষ্ট জানিয়েছেন নুসরত পতি। তারা আলাদা থাকলেও কোরোনার কারণে ডিভোর্স আটকে আছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই লাগাতার শিরোনাম কেড়েছেন নুসরত। তার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে হাজারো চর্চা। স্বামী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। এখন তার সম্পর্ক জমে উঠেছে অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে।
তবে যশ, নিখিলের আগেও এক ঘোরতর বিতর্কে নাম জড়িয়েছিল নুসরতের। সালটা ২০১২। সারা বাংলা উত্তাল; ‘পার্ক স্ট্রিট কাণ্ড’ নিয়ে। সেই সময় অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সুজান জর্ডন কেসের আসামী কাদের খানের । অভিযুক্ত কাদের খান ছিলেন; সেই সময় নুসরতের ‘বিশেষ বন্ধু’। শোনা যায় তাদের পালাতে সাহায্য করেছিলেন নুসরত।