আজ অর্থাৎ ৮ মার্চ হল আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। তাই আজকের এই দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করতে মেতে ওঠেন গোটা বিশ্বের নারী জাতি। তাই আমাদের চারপাশে যারা প্রকৃত নারী, তাদের উৎসর্গ করেই পালন করা হয় আজকের এই দিনটি। কিন্তু আজকের ২১ শতকের দিনে দাঁড়িয়ে নারী শব্দটার অর্থ অনেক বেশি বিস্তার লাভ করেছে।
তাই শুধু শরীর নয় বরং মন থেকেও নারী, অর্থাৎ রূপান্তরকামী, তারাও একইভাবে এই বিশেষ দিনটি উদযাপনের অধিকারী। আর তাই আজকের এই নারী দিবসে সমাজের এই রূপান্তরকামীদের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী বাংলার তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahaan)। অনান্যদের মতো তাদেরও শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি ‘লিঙ্গ নিরপেক্ষতা’র ডাক দিলেন-অভিনেত্রী।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন নুসরত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নুসরতের দুপাশে দাঁড়িয়ে রয়েছেন তার দুই পছন্দের মানুষ কিয়ারা সেন এবং হিমাদ্রি। আসলে তারা মনে নারী, শরীরে পুরষ আবার কেউ শরীরে পুরুষ, মনে নারী। এককথায় রূপান্তরকামী (Transgender)। সমাজের নানা বেড়াজাল টপকে দিনের পর দিন তারাও নিজেদের সত্ত্বাকে উদযাপন করে চলেছেন।
এদিন নুসরতের পরনে ছিল টকটকে লাল শাড়ি। আর তার পাশেই দাঁড়ানো কিয়ারার পরনে ছিল নীল রঙের ড্রেস আর পাশে হিমাদ্রি পরেছিলেন গোলাপি টপ নীল জিন্স। তাদেরকে পাশে নিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবসে সব শ্রেণির নারীকেই কুর্নিশ এবং ভালোবাসা জানিয়ে নুসরত বলেন, ‘নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যাঁরা নারী, ৮ মার্চ তাঁদের জন্যও।’
সেইসাথে এদিন নুসরত বলেন, যে যেভাবেই নিজেদের উপস্থাপন করুক না কেন নারী নারীই। তাই একুশ শতকে দাঁড়িয়ে লিঙ্গ বৈষম্য মুছে ফেলার বার্তা দিয়েছেন অভিনেত্রী। তাই তিনি চান নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্বজয় করুক তারা। ব্যক্তি সত্ত্বার উদযাপনে লিঙ্গ বৈষম্যের সমস্ত বাধা দূরে ঠেলে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram