১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাম তেরি গঙ্গা মইলি’ (Ram Teri Ganga Maili) বলিউডের অন্যতম চর্চিত সিনেমাগুলির মধ্যে একটি। বলিপাড়ার সুপরিচিত পরিচালক রাজ কাপুর পরিচালনা করেছিলেন এই সিনেমা। বক্স অফিসেও সুপারহিট হয়েছিল এই সিনেমা। বিতর্কিত এবং আলোচিত এই সিনেমার হাত ধরেই বলিউড ডেবিউ হয়েছিল মন্দাকিনীর (Mandakini)। প্রথম ছবিতেই একেবারে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমায় মন্দাকিনীর সৌন্দর্য থেকে শুরু করে কথা বলার ধরণ হয়ে সাহসী দৃশ্যে অভিনয় করার সময় অভিনেত্রীর কনফিডেন্স- সব কিছুই দর্শকদের বেশ ভালো লেগেছিল। এই সময়ে দাঁড়িয়ে দর্শকদের অনেকেই মেনে নেন, সময়ের তুলনায় অনেকটা এগিয়েই ছিলেন মন্দাকিনী।
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ক্ল্যাসিক ছবির যে দৃশ্য নিয়ে এখনও প্রায়শয়ই চর্চা হয় তা হল মন্দাকিনীর স্তন্যদানের দৃশ্য। দর্শকদের একাংশ এই দৃশ্যকে ‘অশ্লীল’ তকমাও দিয়েছিলেন। সব মিলিয়ে, ডেবিউ ছবিতেই এমন দৃশ্যে অভিনয় করা, দর্শকদের একাংশের সমালোচনা সহ্য করা কিন্তু মন্দাকিনীর জন্য একেবারেই সহজ ছিল না। সম্প্রতি ‘রাম তেরি গঙ্গা মইলি’র স্তন্যদানের এই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন মন্দাকিনী।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘প্রথমত সেই দৃশ্য স্তন্যদানের দৃশ্য ছিল না। সেই দৃশ্যটি এমনভাবেই শ্যুট করা হয়েছিল যাতে দেখে তেমন মনে হয়। কীভাবে সেটি সম্ভব হয়েছিল, তা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। সিনেমার সেই দৃশ্যে যে বক্ষবিভাজিকাও দেখানো হয়েছিল সেটিও কিন্তু প্রযুক্তির সাহায্যেই দেখানো হয়েছিল’।
শুধু এটুকুতেই থামেননি মন্দাকিনী। অভিনেত্রীর সংযোজন, ‘আজকাল সিনেমায় যেভাবে যৌন দৃশ্য দেখানো হয়, সেই হিসেবে এটা কিছুই না। সেই তুলনায় ওই দৃশ্যকে একটা পবিত্র দৃশ্য বলা যায়। এখনকার ছবিতে তো শুধুমাত্র যৌনতাই থাকে’। উল্লেখ্য, স্তন্যদানের দৃশ্য ছাড়াও ‘রাম তেরি গঙ্গা মইলি’তে মন্দাকিনীর স্নানের দৃশ্য নিয়েও বিপুল চর্চা হয়েছিল।
মন্দাকিনীর কেরিয়ারের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গিয়েছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোরদার’এ। এরপর দীর্ঘ ২৬ বছর অভিনয় থেকে দূরে থাকার পর কামব্যাক করেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘মা ও মা’ মিউজিক ভিডিওয় দেখা গিয়েছেন মন্দাকিনীকে।