• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার কণীনিকার! পর্দার সহচরীকে একমাত্র মিঠুনই বললেন এই কথা 

Published on:

Koneenica Banerjee shares her experience working with Mithun Chakraborty

বাংলা বিনোদন জগতের অতন্ত্য জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কণীনিকা ব্যানার্জী (Koneenica Banerjee)। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অবাধ যাতায়াত তাঁর। নিজের সাবলীল অভিনয়গুণে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনোরঞ্জন  করে চলেছেন তিনি। শুরুটা হয়েছিল টেলিভিশনের পর্দায় ‘স্বপ্ন নীল’, এবং ‘এক আকাশের নীচে’র মতো ধারাবাহিকের হাত ধরে।

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন দুই দশকেরও বেশি সময়। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক মেগা সিরিয়ালের পাশাপাশি কণীনিকা অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। দর্শকদের উপহার দিয়েছেন ‘আবার আসিব ফিরে’, ‘মুখার্জিদার বউ’, ‘হামি’ এর মতো সিনেমা। আর এখন মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর আসন্ন সিনেমা ‘প্রজাপতি’ (Projapoti)।

Koneenica Banerjee

এই সিনেমায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মেয়ে হয়েছেন কণীনিকা। আসলে বাকিদের মতোই কণীনিকাও ছোট থেকেই মিঠুন চক্রবর্তীর ফ্যান। এপ্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী জানিয়েছেন ছোট থেকেই তিনি মিঠুন চক্রবর্তীর নাচ দেখে অনুপ্রাণিত হয়েছেন। আর এ বার তাঁর অনস্ক্রিন মেয়ে হতে পেরে একটা বৃত্ত সম্পূর্ণ হল অভিনেত্রীর।

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

কারণ হিসাবেনস্টালজিয়ায় ডুব দিয়ে কণীনিকা জানান অভিনয় জীবনের শুরুর দিকে মিঠুনের সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেসময় বয়স কম হওয়ায় হায়দ্রাবাদে গিয়ে শুটিং করার অনুমতি দেননি  অভিনেত্রীর মা। তাই এতবছর পর সেদিনের সেই কিশোরী কনীনিকাই ‘প্রজাপতি’ সিনেমায়  মিঠুনের অনস্ক্রিন মেয়ে।

Mithun Chakraborty speaking

শুধু তাই নয় এত বছরের অভিনয় জীবনে প্রথম মিঠুন চক্রবর্তীর মতো বড় মাপের একজন অভিনেতার কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা শুনে আপ্লুত অভিনেত্রী। কনীনিকার কথায়,’ এত বড় এক জন তারকা শটের পর আমাকে বলছেন, ‘কনী’ শটটা ভাল হয়েছে। এত বছর হল মেগা করেছি কেউ এই কথাটা বলেনি। আসলে মানুষ বড় হলে এ রকমই হয়তো ব্যবহার হয়’।

Koneenica Banerjee's voice therapy after spinal surgery

প্রসঙ্গত মা হওয়ার পর স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘আয় তবে সহচরী’র হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেছিলেন কণীনিকা। এই সিরিয়ালে মুখ্য চরিত্র সহচরীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু মাঝপথেই বাধ সাধে শারীরিক অসুস্থতা। তাই চিকিৎসার প্রয়োজনে সরে এসেছিলেন কণীনিকা। যার ফলে বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥