• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার তারকারাই মাতাবে দেশ! এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী কণীনিকা ব্যানার্জি

Published on:

Koneenica Banerjee,Bollywood,girgit,ay tobe sohochori,কণীনিকা ব্যানার্জি,গিরগিট,বলিউড,আয় তবে সহচরী

বাংলা ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক, তারা কণীনিকা ব্যানার্জির অভিনয়ের দক্ষতা সম্পর্কে ভালোই জানেন৷ কণীনিকা ব্যানার্জী (Koneenica Banerjee) বাংলা বিনোদন জগতের অন্যতম দক্ষ অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনজয় করে চলেছেন তিনি। সম্প্রতি তিনি পর্দা মাতাচ্ছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তব সহচরী’র (Ay To be Sohochori) কেন্দ্রীয় চরিত্র হিসেবে।

টলিউডের বহু ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার। যেকোনো তারকারই স্বপ্ন থাকে বলিউডে অভিনয় করার, কেননা যতই হোক বলিউড মানে জাতীয় স্তরে নিজেকে প্রদর্শনের একটা সুযোগ থাকে। ইতিমধ্যেই অনেক টলিউড তারকাই বলিউডে নিজেদের পসার জমিয়ে ফেলেছেন। তবে একবার এক সাক্ষাৎকারে কণী সাফ জানিয়েছিলেন, কখনোই বলিউডে অভিনয় করার জন্য ঘন্টার পর ঘন্টা মুম্বইয়ে গিয়ে অডিশনে লাইন দিতে যাবেন না তিনি।

Koneenica Banerjee,Bollywood,girgit,ay tobe sohochori,কণীনিকা ব্যানার্জি,গিরগিট,বলিউড,আয় তবে সহচরী

এবার তার মুখের কথাই সত্যি হল। কোনোও রকম লাইনে দাঁড়াতে হল না তাকে, বরং নিজের প্রতিভার জোরে বলিউডে অভিনয়ের প্রস্তাব নিজেই তার বাড়ি বয়ে এল। পরিচালক বাপ্পা (Bappa)-র নতুন হিন্দি ফিল্ম ‘গিরগিট’। এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন কণী। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে পর্দার সহচরীর।

Koneenica Banerjee কনীনিকা ব্যানার্জী

এই ছবিতে কণীনিকা ছাড়াও দিব্যেন্দু ভট্টাচার্য, ঈপ্সিতা চক্রবর্তী, ডোনা মুন্সীকেও। বাদল সরকার (Badal Sarkar)-এর নাটক ‘শহরের উপকথা’ -র মাধ্যমে টলিউডে নিজের কাহিনী রচনা করেছিলেন বাপ্পা। কণীনিকার পাশাপাশি পরিচালক হিসেবে বাপ্পারও এটি বলিউডের প্রথম ছবি। সাসপেন্স থ্রিলারধর্মী এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। মা হওয়ার পর এবার জোরকদমে কাজে ফিরছেন কণীনিকাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥