• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রঞ্জিত মল্লিকের মেয়ে হয়ে এসব মানায় না! মাচায় কর্কশ গলায় ‘পাগলু’ গেয়ে ট্রোলড কোয়েল মল্লিক

Published on:

Koel Mallick,koel Mallick sings paglu,paglu,কোয়েল মল্লিক,কোয়েল মল্লিক পাগলু গান,কোয়েল মল্লিকের গান,টলিউড,পাগলু

বাংলা ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), কিন্তু পর্দার বাইরে তিনি এক্কেবারে সাধারণ মানুষ। কখনওবা তিনি কবীরের মা কখনওবা বাবা রঞ্জিত মল্লিকের আদরের মেয়ে। গত বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী, কিন্তু বাবার কাছে এখনও সে ছোট্টটিই রয়েছে। তাই ফুরসত পেলেই বাবার সাথে গান, গল্প, আড্ডায় মাতেন তিনি, জমিয়ে উপভোগ করেন বাবার আদর। ভালো পরিবারের মেয়ে তিনি। তার ব্যক্তিত্ব, সৌন্দর্য, ব্যবহার সবেতেই মুগ্ধ অনুরাগীরা।

রোমান্স কমেডি থেকে অ্যাকশন সবই রয়েছে এই সিনেমাগুলিতে। তবে ২০১৩ সালে বিয়ে হবার পর থেকে অভিনয় থেকে কিছুটা দূরত্ব বাড়িয়েছিলেন তিনি। তবে আর নয় কয়েকমাস আগেই টলিউডে আবারও কামব্যাক করেছেন কোয়েল।

Koel Mallick,koel Mallick sings paglu,paglu,কোয়েল মল্লিক,কোয়েল মল্লিক পাগলু গান,কোয়েল মল্লিকের গান,টলিউড,পাগলু

কিন্তু সম্প্রতি অন্য রূপে কোয়েলকে দেখে বেশ খানিকটা হতাশই হয়েছে তার অনুরাগীরা। আসলে প্রথম প্রথম সমস্ত তারকাদেরই গ্রাম গঞ্জের দর্শকদের ধরে রাখতে মাচা অনুষ্ঠান করতে হয়। সেই অনুষ্ঠানগুলির মান যে খুব ভালো হয় তা নয়, কিন্তু দর্শক হয় অনেক। তাদের মনোরঞ্জন করতে তারকাদের কখনও নেচে, কখনও গান গেয়ে কখনওবা সংলাপ বলে দেখাতে হয়।

Koel Mallick annapurna pujo

বাংলার ব্যক্তিত্ব ময়ী এই সুন্দরী নায়িকাও এর বিকল্প নয়। তাকেও এক সময় ঘুরে ঘুরে গ্রামে, গঞ্জে, মফঃস্বলে শো করতে হয়েছে। সম্প্রতি বেশ কিছু বছর আগেকার এমনই একটি ভিডিও চর্চায় উঠে এসেছে। যেখানে কোয়েলের পরনে ঝকমকে লাল এবং সোনালি একটি পোশাক।

Koel Mallick,koel Mallick sings paglu,paglu,কোয়েল মল্লিক,কোয়েল মল্লিক পাগলু গান,কোয়েল মল্লিকের গান,টলিউড,পাগলু

তবে এই পর্যন্তও ঠিক ছিল। ওই মঞ্চে সকলের অনুরোধে অভিনেত্রীর নিজেরই বিখ্যাত ছবি ‘পাগলু’র টাইটেল ট্র‍্যাক গাইতে শোনা যায় কোয়েলকে। কিন্তু যেকোনও সাধারণ মানুষই তার গাওয়া গান শুনলে সমালোচনাই করবেন। তার গাওয়া গানে সুর, তাল, লয় কিছুরই বিশেষ অস্তিত্ব ছিলনা। আর সেই কারণেই এই গান গেয়ে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। আর ভিডিও ভাইরাল হয়েছে হুহু করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥