• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৫০ কোটির বাজেটে তৈরি হবে দাদার বায়োপিক! সৌরভ পত্নী ডোনার ভূমিকায় অভিনয় করবেন করিনা কাপুর?

Published on:

dona Ganguly,Sourav Ganguly,sourav Ganguly biopic,kareena kapoor,ডোনা গাঙ্গুলি,সৌরভ গাঙ্গুলি,সৌরভ গাঙ্গুলির বায়োপিক,করিনা কাপুর

‘লর্ডসে ঘুরপাক জামা মানেই দাদাগিরি ,বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি ‘ বিখ্যাত রিয়েলিটি শোয়ের টাইটেল ট্র্যাকের এই লাইনে সারা বাঙলা তথা বিশ্ব একমত। তিনি সৌরভ গাঙ্গুলি (sourav ganguly) , মহারাজার রাজত্বে ভারতীয় ক্রিকেটের উন্নতি এক বাক্যে স্বীকার করেন সকলেই। ২২ গজে দাদার নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে তৈরী হয়েছে যুবরাজ সিং , হরভজন সিং, জাহির খানের মতো তাবড় তাবড় ক্রিকেটাররা , তাই তাঁর অবদান ভোলাবার নয়। বেহালার ছেলে এই ছেলে বাংলা এবং বাঙালির গর্ব। দিন কয়েক আগেই মহারাজা নিজেই সুখবর দিয়ে জানিয়েছেন রূপোলী পর্দায় আসছে সৌরভের বায়োপিক।

অনেকদিন ধরেই চলছিল জল্পনা, এবার তাতেই শিলমোহর দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। লাভ ফিল্মস এর প্রযোজনায় তৈরী হবে দাদার বায়োপিক (Biopic) , ইতিমধ্যই সেই চুক্তিপত্রে সৌরভ সই করে ফেলেছেন। তাঁর জীবন সিনেমার মতোই রঙিন। বেহালার ছেলেটার বিশ্ব মাতানোর গল্প , ডোনার সঙ্গে তাঁর মিষ্টি প্রেম কাহিনী , সাফল্য ,ব্যর্থতা , গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে আওয়াজ তোলা, কামব্যাক সবশেষে বিসিসিআই এর প্রেসিডেন্ট থেকে “দাদাগিরির” সঞ্চালনা এবার এই পুরো জার্নিটাই রঙিন মোড়কে সামনে আসবে। নিজের বায়োপিক তৈরির খবরে আপ্লুত সৌরভ নিজেও।

Sourav 1

সৌরভের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই বেশ চটজলদিই শুরু হয়েছে ছবি তৈরির কাজ। জানা যাচ্ছে, এই ছবির জন্য প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস বরাদ্দ করেছে প্রায় ২৫০ কোটি টাকা। এখন প্রশ্ন ছবিতে সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে। ইতিমধ্যেই দাদার চরিত্রে অভিনয়ের জন্য উঠে এসেছে দুটি নাম হৃত্বিক রোশন ও রণবীর কাপুর। যদিও চুড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

Sourav Ganguly Dona Ganguly Love Story

পাশাপাশি ডোনার চরিত্রে কোন নায়িকা থাকবেন তা নিয়েও চলছে বিস্তর জল্পনা৷ এক্ষেত্রেও দুই তিনজন অভিনেত্রীকে নিয়েই পরিচালক ভাবনা চিন্তা চালাচ্ছেন। তারমধ্যে সর্বাগ্রে উঠে এসেছে করিনা কাপুরের নাম, এছাড়াও আলিয়া ভাট, ঐশ্বর্য রাইয়ের নাম ও রয়েছে তালিকায়। তবে সৌরভের কাস্ট ঠিক হওয়ার পরেই নায়িকা নির্বাচন করা হবে বলে জানা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥