সাউথ ইন্ডিয়ান ডিভা অভিনেত্রী কাজল আগারওয়াল (Kajal Agarwal) গত ৩০ শে অক্টোবর সাতপাকে বাঁধা পড়েছেন। ব্যবসায়ী গৌতম কিচলুর (Goutam Kichlu) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। বিয়ের পর রিসেপশন পার্টি দিয়েছেন হায়দ্রাবাদে। শেষে মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছেন সুদূর মালদ্বীপে। হানিমুনের প্রচুর ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী। যা রীতিমত ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, অক্টোবর মাসেই নিজের অনুগামীদের সাথে বিয়ের খবর শেয়ার করেন অভিনেত্রী। একটি সুন্দর কার্ডের মত পোস্টে লিখেছিলেন ‘আমি হ্যাঁ বললাম’। সাথে নিজের বিয়ের বিস্তারিত জানিয়েছিলেন। অক্টোবরে অনুগামীদের জানানোর আগেই জুন মাসেই গৌতম কিচলুর সাথে এনগেজমেন্ট সেরেছিলেন অভিনেত্রী।
বিয়ের সময়েও অভিনেত্রীর একাধিক ছবি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবার দেখেনিন অভিনেত্রীর মধুচন্দ্রিমার কিছু ছবি।
কখনো সমুদ্রের ধরে খোলা আকাশের নিচে ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও গৌতম কিচলু।
তো কখনো সমুদ্রের জলের সাথে মিশে যাবার মত নীল পোশাকে নিজের সুন্দর ছবি শেয়ার করেছেন।
আবার লাস্যময়ী লাল ওয়ান পিসে গৌতম কিছলুর সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
শেষে রাট কাটিয়েছেন সমুদ্রের নিচে মাছেদের দুনিয়াতে। সেখানে মধুচন্দ্রিমায় ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে দম্পতিকে।