• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছেড়ে চাষাবাদ করতে হচ্ছে অভিনেত্রী জুহি চাওলাকে! কারণ জানলে অবাক হবেন

Published on:

বলিউডের বিখ্যাত অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। ১৯৮৬ সালে সালতানাত ছবি দিয়ে প্রথম বলিউডে পা রাখেন। এর পর ‘কায়ামাত সে কায়ামাত তাক’, ‘ইশ্ক’, ‘ডর’, ‘রাজু বন গেয়া জেন্টল ম্যান’, ‘ফির ভি দিল হে হিন্দুস্থানী’, ‘ভূতনাথের’ মত দারুন ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বলিউডের অন্যান্য অভিনেত্রী মত বেশ জনপ্রিয় জুহি চাওলা। একসময় আমির খানের সাথে জুহি চাওলার জুটি বেশ প্রশংসিত ছিল বলিউডে। তবে বিগত কয়েক বছরে তাকে সেরকম ভাবে দেখ যায়নি।

বলিউডে রোমান্টিক সিনের জন্য বিখ্যাত এই অভিনেত্রী। বলিউডের সুন্দরী এই অভিনেত্রী কোনো অভিনেতা কে বিয়ে করেননি বরং বিয়ে করেছেন এক ব্যবসায়ীকে।তিনি জয় মেহতা নামক এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন। জুহি চাওলার অনুগামীর সংখ্যা প্রচুর। তবে দীর্ঘ দিন তিনি নিজেকে অভিনয় জগতের থেকে দূরে সরিয়ে রেখেছেন। বর্তমানে প্রায় ৪ বছর ধরে বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী চাষাবাদ করছেন।

আসলে জুহি চাওলার বাবা ২০ একর জমি কিনেছিলেন। জুহির বাবা সেই বিশাল জমিতে চাষবাস দেখতেন ও জুহি ব্যস্ত ছিল বলিউডে। কিন্তু বাবার মৃত্যুর পর জুহি বলিউডের রঙিন জগৎ ছেড়ে বাবার চাষের জমি বেছে নেয়। সেখানে নিজেই চাষ শুরু করে। যেমন টা জানা যায়, জুহি  চাওলা বর্তমানে জৈব চাষের প্রচার করেন।

জুহি চাওলা তার জমিতে হওয়া ফসল ও শাক সবজি তার স্বামীর রেস্তোরাতে পাঠান। সারাদিন ধরে চাষের সমস্ত খুঁটিনাটি কাজ সামলান অভিনেত্রী। প্রথমে তিনি এই কাজটি করতে বাধ্য ছিলেন কারণ বাবার হাতে তৈরী এতো বড় চাষাবাদ ছেড়ে দিতে চাননি অভিনেত্রী। তবে, বর্তমানে তিনি এই কাজকে বেশ ভালোবেসে ফেলেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥