টেলিভিশনের অভিনেত্রী হিনা খান (Hina Khan)। সুন্দরী এই অভিনেত্রী টেলিভিশনে অভিনয়ের (Television Actress) জেরেই বেশ জনপ্রিয়। বিখ্যাত সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যা কেহলতা হ্যায়’ তে একশারার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সিরিয়ালে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন। এছাড়াও জনপ্রিয় টিভি রিয়ালিটি শো বিগ বসের ১১তম সিজেনে প্রতিযোগী হিসাবে যোগ দিয়েছিলেন।
৩৩ বছরের অভিনেত্রীকে দেখে তার বয়স অসম্পর্কে আন্দাজ করা একেবারেই অসম্ভব। বিগ বসের পর অনেক বেশি ফেমাস হয়ে পড়েন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় প্রায়শই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
কখনো ক্লাসিকাল ড্রেস তো কখনো ওয়েস্টার্ন ড্রেসেই বাজিমাত করে দেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতে ১১ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর। তাদের উদেশ্যে একাধিক ছবি শেয়ার করেন হিনা খান।
কখনো গাঢ় লাল ভেলভেটের কাপড়ে মুড়ে আবেদনঘন চাহনিতে কাত করেন অনুগামীদের।
তো কখনো আবার লাস্যময়ী শরীরে অন্তর্বাস পরেই ফটোশুটের ছবি শেয়ার করে ঘুম ওড়ানোর ব্যবস্থা করেন পুরুষ অনুগামীদের।
ঘুরতে বেশ ভালো বসেন অভিনেত্রী। সমুদ্রে ঘুরতে গিয়ে বিকিনি পরে ঘুরে বেড়িয়েছেন নীল জলরাশির পাশে বিচে।
কখনো আবার বিচে বসেই লাস্যময়ী পোজে ছবি তুলে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
এককথায় বলতে গেলে নিজের সেক্সী ফিগারে হট অ্যান্ড বোল্ড ছবিতে চাইলেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতে পারেন অভিনেত্রী হিনা খান।