• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭৭ বছরেও স্বামী দীপঙ্কর একদম ফিট! এদিকে হিট স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দোলন

Dolon Roy,Dipankar Dey,Heat stroke,Hospitalized,Bengali serial,Tollywood film industry,Tollywood actress,Tollywood,Entertainment,দোলন রায়,দীপঙ্কর দে,হিট স্ট্রোক,বাংলা ধারাবাহিক,টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি,টলিউড অভিনেত্রী,টলিউড,বিনোদন

তীব্র গরমে টিকে থাকা দায় হয়ে পড়ছে বঙ্গবাসীর। সূয্যিমামার তেজ এতই যে মানুষের কাছে এই তাপমাত্রা অসহনীয় হয়ে পড়ছে৷ শুধু তাই নয়, এই গরমে যে কেউই অসুস্থ হয়ে পড়বে। দুপুরের চড়া রোদে বাইরে বেরোলে বেঁচে বাড়ি ফেরাও মুশকিল হয়ে পড়ে। কিন্তু খেটে খাওয়া মানুষের তো আর গরম বলে ঘরে হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা, রুটি রুজির তাগিদে তাদের বেরোতেই হয় কাজে। আর এর জেরে অসম্ভব ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে অনেকেই। দূর থেকে বিনোদন জগতের তারকাদের জীবন যতই ঝলমলে লাগুক না কেন তারাও আমার আপনার মত বিপুল পরিশ্রম করেই দর্শকদের মুখে হাসি ফোটান।

সম্প্রতি এই তীব্র গরমের জেরে হিট স্ট্রোক হয় অভিনেত্রী দোলন রায়ের (Dolon Roy)। দীপঙ্কর (Dipankar dey) পত্নী এদিন শ্যুটিং এই ব্যস্ত ছিলেন। বর্তমানে টেলিভিশনের ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’ তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দোলন রায়, আর সেদিন চলছিল ধারাবাহিকের আউটডোর শ্যুটিং। সেখানেই ঘটল বিপত্তি। শুরুর দিকে সব কিছু ঠিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোলন অসুস্থ বোধ করতে শুরু করে।

Dolon Roy,Dipankar Dey,Heat stroke,Hospitalized,Bengali serial,Tollywood film industry,Tollywood actress,Tollywood,Entertainment,দোলন রায়,দীপঙ্কর দে,হিট স্ট্রোক,বাংলা ধারাবাহিক,টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি,টলিউড অভিনেত্রী,টলিউড,বিনোদন

এরপর গোটা টিমের সহযোগিতায় তাকে তরিঘরি ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। এদিন সোশ্যাল মিডিয়ায় অভনেত্রী নিজেই জানান তার আকস্মিক অসুস্থতার কথা। দোলন হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি শেয়ার করে লিখেছেন, গতকাল টুম্পা অটোওয়ালির আউটডোর শুটিং করতে গিয়ে এই অসুস্থতার সম্মুখীন হয়েছি। এই মুহূর্তে হাসপাতালে বিশ্রামরত রয়েছি। তবে খুব শীঘ্রই তিনি আবার কাজের মূল স্রোতে ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন। পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন।

Dolon Roy,Dipankar Dey,Heat stroke,Hospitalized,Bengali serial,Tollywood film industry,Tollywood actress,Tollywood,Entertainment,দোলন রায়,দীপঙ্কর দে,হিট স্ট্রোক,বাংলা ধারাবাহিক,টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি,টলিউড অভিনেত্রী,টলিউড,বিনোদন

দোলন তার ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে থাকেন। ভালোবাসার কোনো বয়স হয়না! এই কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দীপঙ্কর দে ( Dipankar dey) এবং দোলন রায় (Dolon ray) । ৭৭ এর দীপঙ্করের সাথে চুটিয়ে সংসার করছেন বছর ৫০ এর দোলন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥