• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা করিয়ে দেয়নি নিজের যোগ্যতায় SET-এ প্রথম! সোশ্যাল মিডিয়ায় ঢাক পেটালেন দেবলীনা

টলিউড (Tollywood) ইন্ডাস্টির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। পেশায় অভিনেত্রী (Actress) হলেও দেবলীনার রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘গেস্ট লেকচারার’ হিসেবে অধ্যাপনাও করেন তিনি।

তবে পারিবারিক সূত্রে অভিনেত্রী বাবা দেবাশীষ কুমার রাজ্যের বর্তমান শাসক দলের সক্রিয় কর্মী হওয়ায় মাঝে মধ্যে তার বিরুদ্ধে নিন্দুকরা অভিযোগ তোলেন ‘সবটাই বাবা করে দিয়েছেন। নিজের গুণে নয়, বাবার ক্ষমতার  জোরেই তিনি যাবতীয় সাফল্য অর্জন করেছেন’।

   

devlina kumar দেবলীনা কুমার উত্তম কুমার

তাই এবার নিন্দুকদের খোঁচা দিতে সোশ্যাল মিডিয়ায় নিজের ঢাক নিজেই পেটালেন দেবলীনা। আসলে কলেজে অধ্যাপনা করতে গেলে একটি নির্দিষ্ট পরীক্ষা দিতে হয়। সেই সেট পরীক্ষা পাশ করার পর কেউ কেউ আবার  ‘পিএইচডি’-ও করেন।

আট বছর আগের সেই স্মৃতিতে ডুব দিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় সেট পরীক্ষার রেজাল্টের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী। সেইসাথে  ছবির ক্যাপশনে দেবলীনা লিখেছেন ‘আমার ফোনের অ্যালবামে এই স্ক্রিনশটটি পাওয়া গেছে। যাঁরা জানেন না তাঁদের জন্য বলি এটি পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা’।

টলিউড,Tollywood,দেবলীনা কুমার,Devlina Kumar,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,ফেসবুক পোস্ট,Facebook Post,সেট পরীক্ষার রেসাল্ট,SET Exam Result

এরপরেই নিন্দুকদের একহাত নিয়ে দেবলীনার খোঁচা ‘অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে’। সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘এই পরীক্ষায় ২ টি পেপার থাকে। ১ম পেপারে ইংরেজি এবং ২য় পেপারে গণিতের উপর প্রশ্ন থাকে। ২য় পেপারটি হয় পিএইচডিতে আপনার পছন্দের বিষয়ের উপর। ১ম পত্র সব বিষয়ের জন্য একই (বিজ্ঞান, কলা, চারুকলা)’।

টলিউড,Tollywood,দেবলীনা কুমার,Devlina Kumar,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,ফেসবুক পোস্ট,Facebook Post,সেট পরীক্ষার রেসাল্ট,SET Exam Result

সবশেষে মজা করে অভিনেত্রী লিখেছেন , ‘ইয়ে, এইগুলো মাঝে মধ্যে খুজে পেলে মনে হয়ে যে অতটাও মূর্খ নই। পেটে একটু হলেও বিদ্যে আছে’। দেবলীনা এই পোস্ট করা মাত্রই কমেন্ট সেকশনে উপচে পড়েছে একঝাঁক মন্তব্য। একজন লিখেছেন, ‘শিক্ষিতরা শিক্ষার সম্মান করতে জানেন।’ আবার কেউ লিখেছেন, ‘হজবরলকে সবকিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই,চেনা বামুনের পৈতে লাগে না, কি ঠিক কিনা!’