• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নবমীতে বিফ রান্না করে দিতে পারি! সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি অভিনেত্রী দেবলীনাকে

Published on:

Debalina dutta

সামনেই ২১ এর বিধানসভা নির্বাচন। স্বভাবতই সরগরম গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। রাজনীতির সঙ্গে বরাবরই যোগাযোগ ছিল সিনে মহলের। এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহল এবং চলচ্চিত্র মহল কার্যত উত্তাল অভিনেত্রী দেবলীনা দত্ত ( Debelina Dutta) -র মন্তব্যকে ঘিরে।

Debalina Dutta দেবলীনা দত্ত

কদিন আগে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে এসে কোনোও দলের মুখপাত্র নয় সাধারণ দেশ তথা রাজ্যের নাগরিক হিসেবে নিজের মতামত জানিয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। বিজেপি (BJP) -র রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকে (Dilip Ghosh) -কে কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই একের পর এক খুন ধর্ষণের হুমকিতে নাজেহাল হয়ে পড়েন দেবলীনা। এহেন আক্রমণের জেরে এদিন দেবলীনার স্বামী তথাগত মুখার্জি (Tathagata Mukherjee) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান তাদের পরিস্থিতির কথা।

Debalina Dutta দেবলীনা দত্ত

এদিনের অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে দেবলীনা সর্বসমক্ষে বলেন, আমি নিজে নিরামিশাষী কিন্তু গরু ও পাঁঠা ভালোই রান্না করতে পারি।’ তার এই মন্তব্যের পরেই শুরু হয় জোর বিতর্ক। অভিনেত্রীর দিকে ধেয়ে আসে একেরপর এক কটুক্তি, খুন ধর্ষণের হুমকি, আপত্তিকর গালিগালাজ। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ হিন্দু ধর্মের ভাবাঘাতে আঘাত হেনেছেন দেবলীনা।

 

এরপরেই আর চুপ করে বসে না থেকে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থার কথা জানান তথাগত এবং দেবলীনা। এর আগে এনআরএস-এ কুকুর হত্যাকাণ্ডে প্রতিবাদে সামিল হয়েছিলেন দেবলীনা-তথাগত। সেই সময় পুলিশের লাঠিতে আহত হয়েছিলেন দেবলীনা। ‘সেই অভিজ্ঞতাও নিন্দনীয় ছিল, কিন্তু এই সমস্ত কুরুচিকর মন্তব্যের সামনে সেই ঘটনা ফিকে হয়ে গিয়েছে’ দেবলীনার গলায় শ্লেষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥