বিনোদন জগতের একজন অভিজ্ঞ অভিনেত্রী হলেন চৈতালি চক্রবর্তী (Chaitali Chakraborty)।বেশিরভাগ সিরিয়ালে খলনায়িকা হয়েই দর্শকদের করেছেন অভিনেত্রী। তবে তা বেশ কিছু সিরিয়ালে পজেটিভ চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে এই প্রবীণ অভিনেত্রীকে। দেখতে দেখতে এই পেশায় দীর্ঘ ২৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী।
তবে তাঁর অভিনয় জীবনের সবচেয়ে স্মরণীয় একটি চরিত্র হল ‘কিরণমালা’ (Kiranmala) সিরিয়ালের প্যাকাটি (Pyakati) চরিত্র। এই ধারাবাহিকে রাক্ষসীর চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন চৈতালি। সেই সময়কার বাচ্চারা প্যাকাটির নাম শুনলে রীতিমত ভয় পেত। যা নিয়ে তার নানা ধরনের মজার অভিজ্ঞতা রয়েছে বলে একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’। এই সিরিয়ালে নায়ক আহিরের পিসিমার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার আরও একবার জি বাংলার পর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বোধিস্বত্বের বোধবুদ্ধি’ (Bodhiswatter Bodhbudhi)-তে এন্ট্রি হয়েছে তাঁর। সিরিয়ালে বোধিস্বত্বের পিসি ঠাম্মার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
তবে তিনি যে সে মানুষ নন। এককালের বোধিসত্ত্বের বাবা-কাকা-পিসিদের সুলু পিসি আজ হয়ে উঠেছেন ‘ইলেক্ট্রিক মা’ (Electric Maa)। ধারাবাহিকে তাঁর এন্ট্রির সময় মুখে শব্দ করে সাউন্ড এফেক্ট দিতে দেখা তাঁর দুই শিষ্যাকে। যা দেখে রীতিমতো অবাক বোধি সহ বাড়ির সবাই। শুধু তাই নয় হিমালয়ে গিয়ে তার ওপর নাকি বাজে পড়েছিল,আর তার পর থেকেই এনার্জিতে ভরপুর হয়ে উঠেছেন তিনি।
এরপরেই দেখা যায় এক আজব ঘটনা। দেখা যাচ্ছে হাতের দুটো আঙ্গুল ঘষেই হাত দিয়ে ধোঁয়া বের করে দেখাচ্ছে সে। প্রসঙ্গত কিরণমালা সিরিয়ালের প্যাকটি চরিত্রে অভিনয় করার বহুদিন পর আবার এমন এক উদ্ভট খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে চৈতালি চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। যা দেখা মাত্রই শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি।