মা হচ্ছেন বিপাশা বসু (Bipasha Basu)। সোশ্যাল মিডিয়ার দৌলাতে এই খবর এতদিনে জেনে গিয়েছেন সকলেই। আসলে গত মাসেই অর্থাৎ ১৬ ই আগস্ট একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এর মধ্যে দিয়ে নিজেদের জীবনের এই সুখবরটি সকলের সাথে ভাগ করা নিয়েছিলেন বিপাশা বসু এবং তার স্বামী করণ সিং গ্রোভার (Karan Singh Grover) দুজনেই।
তাই আর বেশিদিন দেরি নেই এবার খুব তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন বঙ্গতনয়া। এরইমধ্যে নিয়ম মেনে গতকালই মায়ের কাছে প্রথম সাধ খেলেন অভিনেত্রী। প্রসঙ্গত সাধ হল প্রত্যেক বাঙালি গর্ভবতী মায়েদের কাছে এমন একটা অনুষ্ঠান যেখানে তাঁকে তাঁর পছন্দের বিভিন্ন পদের রান্না করে খুব আদর যত্ন করে খাওয়ান তার মা। হালে ফ্যাশানে জেক সাহেবি ভাষায় অনেকেই ‘বেবি শাওয়ার’ বলে থাকেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় গোলাপি রঙের সুন্দর একটি শাড়ি পরে একগুচ্ছ ছবি দিয়েছিলেন অভিনেত্রী। এমনিতেই বলা হয় মা হওয়ার সময় মেয়েদের গ্ল্যামার দ্বিগুণ বেড়ে যায়। এদিন বিপাশার সাধের ছবি দেখে যেন সে কথাই প্রমাণিত হলো আরো একবার। ছবিতে দেখা যাচ্ছে বিপাশার পরনে রয়েছে গাঢ় গোলাপি রঙের শাড়ি তার সাথে ম্যাচিং ব্লাউজ।
সেইসাথে তাঁর এই সাজকে বিশেষ মাত্রা দিয়েছে হাতের শাঁখা পলা আর এক গোছা চুরি। তাই হালকা মেকাপের সাথে কপালে বড় টিপ পড়ে দারুন সুন্দর লাগছিল বিপাশাকে। এদিন অভিনেত্রীর সাধের ছবিতে দেখা যায় তার সামনে ছিল একথালা খাবারের সাথে বাটিতে সাজানো খাবার। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্টে কখনো মা কখনো স্বামী কারণ সিং গ্রোভারের সাথে একগুচ্ছ মিষ্টি ছবিও শেয়ারকরেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
এদিন কখনো বাংলা অক্ষরে কখনো ইংরেজি অক্ষরে বাংলা শব্দ লিখে নিজের সাধের অনুষ্ঠানের কথা জানিয়েছেন বিপাশা। মায়ের সাথে ছবি দিয়ে বিপাশা জানিয়েছেন তিনি তার মায়ের মতই একজন মা হতে চান ভবিষ্যতে। বেবি বাম্পে হাত দিয়ে কারন সিং গ্রোভারের সাথে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘আমার মিষ্টি বাচ্চা’। অভিনেত্রীর এই সাধের ছবিতে কমেন্ট সেকশানে উপচে পড়েছে অনুরাগীদের একরাশ ভালোবাসা।