• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাখি-কুশের সুখের সংসারে লাগবে আগুন! ‘রাঙা বউ’র খলনায়িকা হচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী

Published on:

Actress Ankita Majumder is entering Ranga Bou as villain

সাম্প্রতিক অতীতে বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘রাঙা বউ’ (Ranga Bou)। গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) এবং শ্রুতি দাস (Shruti Das) অভিনীত এই সিরিয়ালটি অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে। তবে সিরিয়ালে খলচরিত্র যেন কিছুটা অসম্পূর্ণ মনে হয়।

‘রাঙা বউ’য়ের নিয়মিত দর্শকরা জানেন, নায়িকা পাখির জীবন ছোট থেকেই নানান ধরণের সমস্যার মধ্যে দিয়ে কেটেছে। এর মধ্যেই আচমকাই তাঁর বিয়ে হয়ে যায় কুশের সঙ্গে। ফলে সব মিলিয়ে আরও বেশি টানাপোড়েনের মধ্যে পড়েছে সে। শ্বশুরবাড়ির অনেক লোকই পাখিকে বিশেষ পছন্দ করে না। এসবের মাঝেই এবার তাঁর জীবনে নতুন ঝড় তুলতে এন্ট্রি নিচ্ছে নতুন খলনায়িকা (Villain)।

Ranga Bou Pakhi Kush

জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, নায়ক কুশ বনেদি বাড়ির ছেলে। অপরদিকে পাখি গ্রামের মেয়ে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, পাখিকে লঙ্কা দিয়ে ঝাল ভাত খাওয়ানো করিয়েছে শ্বশুর বাড়ির এক সদস্যা।

শ্বশুরবাড়ির এসব সমস্যা ঠিক করে সামলে ওঠার আগেই পাখির জীবনে এন্ট্রি নিচ্ছে নতুন খলনায়িকা। শীঘ্রই ধারাবাহিকে কুশের বোন কুমকুম আসতে চলেছে। সেও বনেদি পরিবারের মেয়ে। তাঁর বৌদি হিসেবে সে কি পাখিকে মেনে নেবে? আগামী সপ্তাহের শুরু অর্থাৎ আগামী সোমবার থেকেই দেখানো হবে কুমকুমকে।

Ankita Majumder

‘রাঙা বউ’য়ের নায়ক কুশের বোনের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিতা মজুমদারকে (Ankita Majumder)। এতদিন তাঁকে জি বাংলারই ‘গৌরী এলো’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। সেখানে তাঁর চরিত্রটি ছিল বেশ মিষ্টি। এবার এই অভিনেত্রীকেই দেখা যাবে খলনায়িকা হিসেবে।

গৌরব-শ্রুতির ‘রাঙা বউ’য়ে এন্ট্রি প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অঙ্কিতা বলেন, ‘আমার কুমকুম হিসেবে দেখা যাবে। এত বছরের কেরিয়ার পর্যবেক্ষণ করে আমি দেখলাম যে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেই বেশি ভালোবাসি’। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত একটি বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেছেন অঙ্কিতা। টলিপাড়ার নামী পরিচালকের সঙ্গে কাজ করে স্বভাবতই বেশ খুশি অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥