• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ বছর পর পর্দায় ফিরছেন ইষ্টিকুটুমমের নায়িকা! কালার্স বাংলার নতুন সিরিয়ালে দেখা যাবে অঙ্কিতাকে

Published on:

অঙ্কিতা চক্রবর্তী,Ankita chakraborty,ইন্দ্রানী,Indrani,নতুন প্রমো,New Promo,কাম ব্যাক,Come back

সিরিয়ালপ্রেমী দর্শকদের সিরিয়াল ছাড়া চলে না এক মুহূর্তও। প্রতিদিন পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাস।সিরিয়ালের পোকা দর্শকদের প্রতিদিনের স্ট্রেস বুস্টারের কাজ করে এই সিরিয়াল।তাই দর্শকদের মনোরঞ্জন করতে আজকাল এক সিরিয়াল শেষ হতেই তার জায়গা নিয়ে নেয় নতুন সিরিয়াল। কথাতেই আছে নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তে হয়।

এখন এই একই কথা খাটে বাংলার জনপ্রিয় সব সিরিয়াল গুলির ক্ষেত্রেও। দর্শকদের চাহিদা মেটাতেই ইদানীং একের পর এক নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে বিনোদনমূলক চ্যানেলগুলি। প্রতিদিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রীদের ভোলা যায় না কিছুতেই।

অঙ্কিতা চক্রবর্তী,Ankita chakraborty,ইন্দ্রানী,Indrani,নতুন প্রমো,New Promo,কাম ব্যাক,Come back

বাংলার সিরিয়ালপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘ইষ্টিকুটুম’ (Ishti Kutum)। ২০১৫ সালের এই ধারাবাহিকে কমলিকা চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় আভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। সেই সময় ঋষি কৌশিকের সাথে জুটি বেঁধে এই সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

অঙ্কিতা চক্রবর্তী,Ankita chakraborty,ইন্দ্রানী,Indrani,নতুন প্রমো,New Promo,কাম ব্যাক,Come back

এরপর অভিনেত্রী চুটিয়ে কাজ করেছেন একাধিক সিনেমা ওয়েব সিরিজে। দীর্ঘ ৭ বছর পর ছোটপর্দা থেকে দূরে থাকার পর অবশেষে কালার্স বাংলার আসন্ন সিরিয়াল ‘ইন্দ্রানী’ (Indrani)-র হাত ধরে আবার ছোট পর্দায় ফিরছেন অঙ্কিতা। সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের নতুন প্রমো(New Promo)। যা দেখে বোঝাই যাচ্ছে আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা এই সিরিয়ালের নায়িকা। নিজের নতুন চরিত্র সম্পর্কে অঙ্কিতা বলেছেন  “হাজার কটু কথা শুনেও ইন্দ্রাণী কখনও চোখের জল ফেলবে না। এটাই সবচেয়ে ভাল লেগেছে।”

অঙ্কিতা চক্রবর্তী,Ankita chakraborty,ইন্দ্রানী,Indrani,নতুন প্রমো,New Promo,কাম ব্যাক,Come back

একা হাতেই বাড়ি অফিস সামযায় সে। বাড়িতে আছে ১৩বছরের ছোট মেয়ে। সে একাই সামলাচ্ছে তার শশুর শাশুড়ি সকলের দায়িত্ব।স্বামী সাথে থাকে না,তাই হাতে নেই শাঁখা,পলা কপালে সিঁদুর। যদিও তার জন্যে শুনতে হয় কটু কথা। প্রমো তে দেখা যাচ্ছে এক বেসরকারি হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইন্দ্রাণী। বয়সে বড়,এক সন্তানের মা এই ইন্দ্রানী রায়ের প্রেমে পড়বে, হাসপাতালেরই তরুণ ডাক্তার আদিত্য। সে মনে করে “প্রেম কি আর বয়স মানে!”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥