করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেহাল পরিস্থিতি গোটা দেখে। দীর্ঘদিন লকডাউনের পরে সচল হয়েছিল টলিপাড়া। সেখানেও গিয়ে পড়েছে করোনার থাবা। যে কারণে একেরপর এক অভিনেতা অভিনেত্রীদের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। যেখানে করোনাকালে নানান বিধি নিষেধ মেনে তবেই কাজ করার কথা সেখান নাকি নিয়ম মানছেন না অনেকেই। কেউ কেউ তো আক্রান্ত হয়েও কাজ করছেন। এমন অভিযোগ পর্যন্ত উঠেছে টালিপাড়ার অন্দরে।
এইসবের মধ্যেই খবর মেলে করোনা আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। প্রাথমিক ভাবে শরীর খারাপ হতে ও কোরোনার উপসর্গ দেখা দিতেই টেস্ট কোরান অভিনেত্রী। রিপোর্টে করোনা পসিটিভ এলে, তৎক্ষণাৎ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিনেত্রী নিজেই নিজের অসুস্থতার কথা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
তবে, এবার পাওয়া গেল স্বস্থির খবর। করোনা মুক্ত অভিনেত্রী অনামিকা সাহা। বেশ কিছুদিন করোনার সাথে যুদ্ধ করে শেষমেশ জয়ী হয়ে ফিরলেন তিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে ইতিমধ্যেই বাড়িতে ফিরেছেন অভিনেত্রী। তবে এখুনি কাজে যোগ দেবেন না। আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি।
অভিনেত্রীর সুস্থ হবার খবরে স্বস্তি পেয়েছেন তাঁর অনুগামীরা। আসলে একসময় বাংলা ছবিতে খলনায়িকা হিসাবে একজনকেই দেখা যেত। তিনি হলেন অনামিকা সাহা। ১৯৭৩ সালে ‘আশার আলো’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম টলিউডে পা রাখেন। সেই থেকে একাধিক ছবিতে নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন অভিনেত্রী।
দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ৪০০ এরও বেশি সিনেমায় কাজ করেছেন। প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। অভিনেত্রী বিখ্যাত অভিনেতা উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও কাজ করেছেন। বর্তমানে অভিনেত্রীকে ‘হয়তো তোমারি জন্য’ সিরিয়ালে অভিনয় করছেন অভিনেত্রী।