• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একের পর এক ভাঙছে রেকর্ড, এবার খুব শিগগিরই আসবে KGF- 3, নিজের মুখেই জানালেন ‘রকি ভাই’ ইয়াশ

সারা দেশ তথা বিশ্বে এই মুহুর্তে দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণী সুপারস্টার ইয়াশের (Yash) সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter-2)। এই সিনেমাটি তো মুক্তির আগেই থেকেই তৈরি করেছে ইতিহাস। যশ অভিনীত এবং সুশান্ত নীল (Sushant Neel) পরিচালিত এই সিনেমা ১৪ এপ্রিল মুক্তি পেলেও এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় টিকিটের অগ্রিম বুকিং, আর মুক্তির পর এতগুলো সপ্তাহ পেরিয়ে গেলেও হল হাউজফুল এই ছবির।

প্রসঙ্গত প্রশান্ত নীলের এই প্যান ইন্ডিয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১০০০০ স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রথম ভাগের পর দ্বিতীয় ভাগেও এই সিনেমা মুক্তির আগে থেকেই রকি রূপে যশকে নিয়ে দর্শকদের পাগলামির শেষ নেই। আগে দক্ষিণী ছবি ডাব করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হত। কিন্তু এখন সারা ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বে বাড়ছে দক্ষিণী ছবির চাহিদা।

   

টাকা,কোটি,KGF 2,Crore,Indian Rupee,Record,Box Office,বক্স অফিস কালেকশন,kgf 2 hindi,kgf 2 income,yash,imdb rating,jai bhim,rrr,kgf 3

তাই আর শুধু দক্ষিণী ভাষায় নয়, এখন হিন্দিতেও মুক্তি পাচ্ছে দক্ষিণী ছবি। ‘কেজিএফ ২’ চ্যাপ্টার ২-ও মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়। হিন্দি বলয়ে প্রথমদিনেই ‘কেজিএফ-২’ ব্যবসা করেছে প্রায় ৫০ কোটি টাকা৷ এর পর আর পিছন ফিরে তাকায়নি এই ছবি। খুব অল্প দিনেই ১০০ কোটির ক্লাবেও ঢুকে পড়েছিল কেজিএফ-২। এবং ছবির শেষটাই বলে দিয়েছিল ‘কেজিএফ চ্যাপ্টার – থ্রি আসবে’।

টাকা,কোটি,KGF 2,Crore,Indian Rupee,Record,Box Office,বক্স অফিস কালেকশন,kgf 2 hindi,kgf 2 income,yash,imdb rating,jai bhim,rrr,kgf 3

দীর্ঘদিন যাবত #KGF_Chapter_3 ট্রেন্ড করে ট্যুইটারে। ভক্তরা এই আশাতেই তার প্রচার করছিল যাতে কেজিএফ ৩ আনার আর্জি পরিচালক অবধি পৌঁছায়। এই ছবির পরবর্তী অংশ কবে মুক্তি পাবে? এই প্রশ্ন প্রতিনিয়ত করা হচ্ছে চলচ্চিত্র নির্মাতার কাছে।

টাকা,কোটি,KGF 2,Crore,Indian Rupee,Record,Box Office,বক্স অফিস কালেকশন,kgf 2 hindi,kgf 2 income,yash,imdb rating,jai bhim,rrr,kgf 3

এত আগ্রহ দেখে মনে করা হচ্ছে খুব বেশি দেরি নয় বরং শিগগিরই প্রকাশ পাবে কেজিএফ থ্রি। এবার এই ঘটনায় শিলমোহর দিলেন স্বয়ং অভিনেতা যশ। রকি ভাই জানান, যে অনেকগুলি দৃশ্য ছিল যা তারা KGF 2-এ অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কিন্তু পারেনি৷ পরবর্তী পর্বে সেগুলি দেখানো হবে। তিনি এবং পরিচালক প্রশান্ত নীল ইতিমধ্যেই KGF -3 নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান অভিনেতা।