• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাত্র পাত্রীর বিজ্ঞাপনেও মেলেনি বউ! শেষে বিয়েবাড়িতেই মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেতা সুমন

suman dey serial rani rashmoni,suman dey serial rani rashmoni audio,suman dey serial rani rashmoni apk,suman dey serial rani rashmoni apk download,suman dey serial rani rashmoni actress,suman dey serial rani rashmoni by,television,suman dey love story,suman dey actor,didi no one,সুমন দে,অভিনেতা সুমন দে,সুরভি সান্যাল,দিদি নং ওয়ান

সিরিয়াল মানেই এখন দর্শকদের রোজকার জীবনের বিনোদন অঙ্গ। ইদানীং দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত আসছে নিত্যনতুন সিরিয়াল। আজকাল সব সিরিয়ালে টিআরপিই শেষ কথা। তাই একটা সময় পর গল্প দেখানো হয়ে গেলে ধারাবাহিক বন্ধ হয়ে যায়, এবং তারপর এক্কেবারে নতুন লুকে, নতুন চরিত্র নিয়ে পর্দায় ফেরেন ধারাবাহিকের পছন্দের তারকারা৷

জি বাংলার করুণাময়ী রানী রাসমণি খ্যাত দ্বারিকা অভিনেতা সুমন দে (Suman Dey) দর্শকদের বেশ পছন্দের ছিলেন। ধারাবাহিক শেষের পরেও বেশ কিছু সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘তুমি যে আমার মা’-এর নায়ক এর চরিত্রে এখন তিনি পর্দা কাঁপাচ্ছেন, কিন্তু ধারাবাহিকে এক সন্তানের বাবা হয়ে গেলেও বাস্তবে বউ খুঁজতে হিমসিম খেতে হয়েছিল অভিনেতাকে।

suman dey serial rani rashmoni,suman dey serial rani rashmoni audio,suman dey serial rani rashmoni apk,suman dey serial rani rashmoni apk download,suman dey serial rani rashmoni actress,suman dey serial rani rashmoni by,television,suman dey love story,suman dey actor,didi no one,সুমন দে,অভিনেতা সুমন দে,সুরভি সান্যাল,দিদি নং ওয়ান

‘নকশিকাঁথা’র নায়ক সুমন দে জানান, বউ খুঁজতে অনলাইন সাইটের ও শরণাপন্ন হয়েছিলেন তিনি, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তার উপর মেয়েরা ঝাঁপিয়ে পড়লেও সুমনের কাউকেই মনে ধরেনি। শেষমেশ এক বিয়ে বাড়িতে গিয়েই হবু বউয়ের খোঁজ মেলে নায়কের।

suman dey serial rani rashmoni,suman dey serial rani rashmoni audio,suman dey serial rani rashmoni apk,suman dey serial rani rashmoni apk download,suman dey serial rani rashmoni actress,suman dey serial rani rashmoni by,television,suman dey love story,suman dey actor,didi no one,সুমন দে,অভিনেতা সুমন দে,সুরভি সান্যাল,দিদি নং ওয়ান

মেয়ে উত্তর বঙ্গেরই। ইন্ডাস্ট্রির সাথে তার কোনোও যোগাযোগ নেই। বন্ধুর মারফত অভিনেতার বর্তমান প্রেমিকা তথা হবু বউ সুরভির সাথে আলাপ তার। প্রথমে চোখ চাওয়া চাওয়ি, তারপর ফেসবুকে কথা এগোয়। দুজনের হাতেই অতিমারীর সময় কাজ নেই, ঠিক করলেন একসাথে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরবেন দুজনে। প্রেম জমে তখন ক্ষীর। এরপর অভিনেতা সুমন দে’র জন্মদিনে প্রথম বার তাদের বাড়িতে যান সুরভি। এক দেখাতেই মেয়ে পছন্দ হয় নায়কের মায়ের।

 

 

View this post on Instagram

 

A post shared by Suman Dey (@sumandey321)

প্রথমেই বিয়ের কথা তোলেননি মা ছেলে। সুরভির মনে কী আছে তা তো আর জানেন না। বার সুরভির দায়িত্ব দে পরিবারের লোকনাথ বাবার পুরনো মূর্তি রং করে নতুনের মতো করে দেওয়ার,মাত্র ১০ মিনিটে সে কাজ করে সকলের মন জেতেন সুরভি। এরপর অভিনেতা আর দেরি না করে সরাসরি প্রস্তাব দেন, ‘তুমি আমার গার্লফ্রেন্ড হবে?’’ তারপর আর দ্বিতীয় বার ভাবেননি সুরভি। সম্প্রতি দিদি নং ওয়ানের মঞ্চে উপস্তিত হয়েছিলেন দুজনেই, তাদের সমীকরণ দেখে মুগ্ধ দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥