অভিনেতাদের জীবন ভারী অদ্ভুত হয়। কখনো মানুষই তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়, আবার মানুষই তাদের টেনে নামিয়ে মাটিতে মিশিয়ে দিতেও দুবার ভাবেনা৷ যেকোনো কারোর দিকেই আঙুল তোলার আগে নেটিজেনরা একটিবার যাচাই পর্যন্ত করেননা কাকে নিয়ে বলছেন, এবং কী বলছেন তারা। এতে অনেক ক্ষেত্রেই তারকাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। নিজেদের আক্রোশ মেটাতে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ করে বসেন নেটিজেনদের একাংশ। কোথাও গিয়ে তারা ভুলেই যান অভিনেতারাও দিনের শেষে একজন মানুষ।
এই তো দিন কয়েক আগের কথা। সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করা হল টলিউডের (Tollywood) মন্টু পাইলট (Montu Pilot) সৌরভ দাসকে (Sourav Das)। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসার ঠিক পরেই আমূল বদলে যায় অভিনেতার জীবন। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় সৌরভ এবং তার বোনের একটি ভিডিও।
যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। অভিযোগ করা হয়, বোনের বুকে হাত দিচ্ছেন সৌরভ। এহেন নোংরা মন্তব্যের জেরে মানসিকভাবে চূড়ান্ত ভেঙে পড়েছিলেন সৌরভ সহ তার গোটা পরিবার। তার জন্মদিনের দিন তোলা কোনো একটি ভিডিওতে দেখা যায় আনন্দে বোনকে জড়িয়ে ধরেছেন অভিনেতা, আর তাই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। একের পর এক নোংরা কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে ওঠে অভিনেতার কমেন্ট বক্স, তাকে নিয়ে চলে ট্রোল মিমের বন্যা। এমনকি তার মা,বোনকেও ছেড়ে কথা বলেনি কেউ।
আসলে রাজনীতি যে এখনো এক অর্থে ‘নোংরা’ই তারই যেন নিদর্শন এই ঘটনা। তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিরোধীরা এই ভিডিও বিভিন্ন ভঙ্গিতে ভাইরাল করে৷ কিন্তু এই গোটা বিষয়টি মেনে নিতে পারেননি অভিনেতা। আদরের বোনকে নিয়ে এহেন বক্তব্য শুনে, আত্মহত্যার পথই বেছে নেবেন বলে ঠিক করেছিলেন অভিনেতা।
View this post on Instagram
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানান, সেদিন মা ছিল বলেই আজও বেঁচে রয়েছেন তিনি। নইলে হয়ত আজ সুশান্ত সিং রাজপুতের মতোই অবস্থা হত তার। এদিন মাতৃ দিবসে এই সমস্ত নোংরা মন্তব্যের যোগ্য জবাব দিলেন অভিনেতা। দুর্দান্ত ভঙ্গিমায় করলেন প্রতিবাদ। চোখে দেখা যায়না এমন সমস্ত শব্দ যে মায়ের জন্য ব্যবহার করেছিল নেটিজেনরা, মাকে পাশে নিয়ে তাদেরকেই ‘ধন্যবাদ’ জানিয়ে একেবারে জুতো মেরে গোরু দান করলেন অভিনেতা।