সপ্তাহের শুরুর দিনেই আবার এক মন খারাপের খবর বিনোদন জগতে। গতকাল রাতেই প্রয়াত (Passed Away) হয়েছেন হিন্দি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা তথা পুরস্কারজয়ী স্ক্রিন রাইটার শিব কুমার সুব্রহ্মণ্যমের (Shiv Kumar Subramaniam)। জনপ্রিয় হিন্দি সিনেমা ‘টু স্টেটস’ (2 States)- এর এই অভিনেতা রূপালি পর্দায় দুর্দান্ত উপস্থিতির দিয়ে নজর কেড়ে ছিলেন অসংখ্য সিনেমাপ্রেমীদের। নিজের অভিনয় জীবনে একাধিক হিন্দি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।
রবিবার অর্থাৎ ১০ এপ্রিল রাতেই মায়া নগরী মুম্বাইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। যদিও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সিনেমা পরিচালক হংসল মেহতা সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতেই এই প্রয়াত অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ার বিবরণ দেওয়া হয়েছে যা আজ অর্থাৎ সোমবার সম্পন্ন হতে চলেছে। জানা গেছে মৃত্যু কালে অভিনেতার বয়স হয়েছিল ৫২ বছর।
সোশ্যাল মিডিয়ায় শিব সুব্রহ্মণ্যমের প্রয়ানের খবর জানিয়ে লেখা হয়েছে, “গভীর এবং হৃদয়গ্রাহী শোকের সাথে, আমরা সকলকে জানাচ্ছি সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং মহৎ আত্মার অধিকারী আমাদের প্রিয় শিব সুব্রহ্মণ্যমের মৃত্যুর খবর। অসম্ভব প্রতিভাবান অভিনেতা ছিলেন তিনি। সকলের প্রিয় তো ছিলেনই সেইসাথে ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবেও ছিলেন সম্মানিত।”
— Hansal Mehta (@mehtahansal) April 11, 2022
শিব সুব্রহ্মণ্যমকে সম্প্রতি নেটফ্লিক্সের পারিবারিক ড্রামা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এ দেখা গিয়েছে। তার সাথেই দেখা গিয়েছে অভিনেত্রী সানা মালহোত্রা কে। এছাড়া তাঁর করা সবচেয়ে জনপ্রিয় চরিত্র টি হল টু স্টেটস সিনেমায় আলিয়া ভাটের অনস্ক্রিন বাবার চরিত্র। এছাড়াও ‘তুলে হে মেরা সানডে’ তে তাঁর অভিনীত ডিমেনশিয়া-পীড়িত মানুষের চরিত্রটিও দারুন প্রশংসিত হয়েছিল। অভিনয় করেছেন ফ্যামিলি ম্যানের মত ওয়েব সিরিজেও।
তবে অভিনয় ছাড়াও শিব সুব্রহ্মণ্যম ছিলেন একজন স্বনামধন্য চিত্রনাট্যকার। তিনি একসময় চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার সাথে জুটি বেঁধেছিলেন এবং সুধীর মিশ্রের সাথে পারিন্দা, ১৯৪২ এ লাভ স্টোরি এবং হাজারন খোয়াইশেন আইসির মতো চলচ্চিত্রের চিত্রনাট্যের জন্য বিশেষভাবে পরিচিত।