বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় জুটি হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunaoday Banerjee) এবং অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটির হাত ধরেই ছোটপর্দায় প্রথমবার উত্থান হয় এই জুটির। সেই থেকেই দর্শকদের ভালোবাসায় কানায় কানায় পূর্ণ তাদের জীবন। আগের সিরিয়ালে তাদের চরিত্রের নাম ছিল রাজা মাম্পি।
দর্শকরা ভলোবেসে তাদের ‘রাম্পি'(Rampi) বলতেন। আর রাম্পিয়ানসদের কাছে রাহুল রুকমার জুটি এতটাই বেশী যে দেশের মাটি শেষ হয়ে গেলেও সম্প্রতি আরও এক নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরেছেন তাঁরা। রহস্য রোমাঞ্চে ভরা রাহুল রুকমার নতুন এই সিরিয়ালের নাম ‘লালকুঠি'(Lalkuthi)।

এই সিরিয়ালে তাদের নাম হয়েছে বিক্রম এবং অনামিকা। দর্শকরা এবারও দিয়েছেন তাদের নতুন নাম ‘আনভি’। এই সিরিয়ালেও রাজা মাম্পির মতো প্রথমে একে অপরকে একেবারে দু চোখে দেখতে পেত না বিক্রম -অনামিকা। এখন যদিও ধীরে ধীরে তারা কাছে আসছে একে অপরের। দর্শকদের কাছেও অল্প দিনে ভালোই জনপ্রিয়তা পেয়েছে লালকুঠি সিরিয়ালে বিক্রম অনামিকার জুটি।

বহুদিন ধরেই জল্পনা ছিল অনস্ক্রিন কেমিস্ট্রির মতোই বাস্তবেও একেবারে জমে উঠেছে রাহুল রুকমার সম্পর্ক। চুটিয়ে প্রেম করছেন তারা। যদিও এই জল্পনায় ইতি টানতে আগেই নিজেদের শুধু বন্ধু বলে দাবি করেছেন রুকমা। রাহুল বলেছেন বিয়ে কেন করতে যাবো? কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। মনের কথা মুখে এসেই গেল অভিনেতার।

গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের মুখেই রুকমা কে ভালোবাসার কথা জানিয়েছেন রাহুল। এদিন রুকমার সাথে আদর মাখা একটি ছবিও দিয়েছেন রাহুল। সেই ছবিতে দেখা যাচ্ছে রুকমার গালে চুমু দিচ্ছেন রাহুল এবং সেই চুম্বন পেয়ে চোখ বড়ো বড়ো হয়ে গিয়েছে রুকমার। ক্যাপশনে রাহুল লিখেছেন,’এই এত্তটা ভালোবাসি’।














