দেশের করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। প্রতিদিন গোটা দেশে ৪ লক্ষের কাছাকাছি করোনা আক্রান্তের খোঁজ মিলছে। কোথাও বেড তো কোথাও অক্সিজেনের জন্য হাহাকার চলছে। প্রিয়জনকে বাঁচানোর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবারের লোকেরা। প্রশাসন থেকে শুরু করে সেলেব্রিটি সকলেই সচেতন থাকতে বলছেন বারবার। নিজেদের সাধ্যমত অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের জন্য। কিন্তু এখনো কিছু মানুষ অসচেতনই রয়ে গেছেন।
যেখানে ডাক্তার নার্স থেকে শুরু কর পুলিশ ও সমাজসেবী কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, সেখানে এখনো রাশিয়ায় মাস্ক হীন লোকেদের দেখা মিলছে। এই পরিস্থিতিতেও এতটাই বেপরোয়া কিছু মানুষ। বারবার জমায়েত নিষিদ্ধ করা হলেও হুশ ফেরেনি সাধারণ মানুষের। প্রতিদিনই কোথাও না কোথাও জমায়েতের খবর মিলছে। এবার এই সমস্ত কান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন অর্জুন। যেখানে লেখা আছে, ‘এটা দেখলে আমার খুব রাগ হয় যে মানুষ এখনো মাস্ক ছাড়াই হেঁটে বেড়াচ্ছে। যেন কোনো ভ্রূক্ষেপই নেই। এরা কি কখনোই শোধরাবে না? আমরা যদি নিজেরাই না ঠিক থাকি তাহলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। দয়া করে ডাবল মাস্ক পড়ুন যদি বাইরে বেরোতে হয়’।
অভিনেতা এই পোস্টের সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ডাবল মাস্ক পরেই দেখা যাচ্ছে তাঁকে। তার এই পোস্ট ভাইরাল হতেই অনেকেই তার এই যুক্তি মেনেছেন। আবার কিছু মানুষ এই পোস্টের সম্পূর্ণ সমর্থন করেননি। কারণ অভিনেতা পোস্টের শেষে বলেছেন ভ্যাকসিন নিন, সুস্থ থাকুন। কিন্তু নেটিজেনদের মতে ভ্যাকসিন তো সহজে পাওয়াই যাচ্ছে না। সেখানে কি করে নেব ভ্যাকসিন। বাড়িতে বসে ডায়লগ দিতে খুব ভালো লাগে। কিন্তু বাস্তবটা অনেকটা আলাদা, রাস্তায় বেরোন আশেপাশের হাপাতালে খোঁজ নিন।
তবে, অভিনেতার কথা যে একেবারেই ফেলে দেবার নয় সেটাও স্বীকার করেছেন অনেকেই। এখনো সত্যি রাস্তায় মাস্কহীন লোকেদের দেখা মেলে। তাছাড়া পাড়ায় আড্ডা দেবার জন্য জমায়েত হচ্ছে যেটা একেবারেই হওয়া উচিত নয়। শেষ পাওয়া রিপোর্টে ১০ই মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৪৪৫ জন। যেটা সত্যিই চিন্তাজনক। তাই করোনা থেকে বাঁচতে হলে সচেতন থাকতেই হবে।