• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আল্লু অর্জুনের দয়াতেই সুপারস্টার ভাইজান! ‘পুষ্পা’র ছেড়ে দেওয়া এই ছবিতেই ভাগ্য বদলায় সলমনের

বলাই বাহুল্য এই মুহুর্তে গোটা দেশই কাবু আল্লু অর্জুনের (Allu Arjun) অভিনয়ে। তাঁর সুপারহিট ছবি ‘পুষ্পা দ্য ফার্স্ট রাইজ’ বেজায় পছন্দ হয়েছে দেশবাসীর। ‘পুষ্পা ঝুকেগা নেহি’ এই সংলাপ এখন সারা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, পাশাপাশি এই ছবির গান, দৃশ্য, আল্লু অর্জুনের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে।

গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’।

   

আল্লু অর্জুন,সলমন খান,বজরাঙ্গী ভাইজান,বলিউড,Allu Arjun,Salman khan,bajrangi bhaijan,Bollywood

দক্ষিণ ইন্ডাস্ট্রি তো বটেই বলিউডেও ইতিমধ্যেই এই অভিনেতার দাপুটে রাজ শুরু হয়ে গিয়েছে। হয়ত অনেকেই আল্লু অর্জুনকে পুষ্পা ছবির মাধ্যমেই চিনেছেন, কিন্তু জানিয়ে রাখি এর আগেও কিন্তু আল্লু বলিউডের একটি বিখ্যাত ছবি করার অফার পেয়েছিলেন৷ তবে সেবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আল্লু। পরবর্তীতে সেই ছবির প্রস্তাব লুফে নিয়ে কলার তোলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman khan)।

আল্লু অর্জুন,সলমন খান,বজরাঙ্গী ভাইজান,বলিউড,Allu Arjun,Salman khan,bajrangi bhaijan,Bollywood

আসলে ২০১৫ সালে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রস্তাব নিয়ে প্রথমে পরিচালক কবীর খান গিয়েছিলেন আল্লুর কাছেই। কিন্তু সেই সময় অন্য আরেকটি ছবির কাজে এতটাই ব্যস্ত ছিলেন অভিনেতা যে তাকে প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। এরপর পরিচালক শেষমেশ প্রস্তাব রাখেন ভাইজান সলমনের কাছে। এরপর এই ছবিকে যে সলমন কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

Salman Khan Agreed to Bajrangi Bhaijaan 2

বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) অভিনীত সেরা ছবিগুলির মধ্যে একটি হল ‘বজরঙ্গী ভাইজান (Bajrangi Bhaijaan)’। ২০১৫ সালে এই ছবিটি রিলিজ হবার পর ব্যাপক হিট হয়েছিল। ছোট্ট একটা পাকিস্তানি মেয়ে মুন্নিকে নিয়েই ছিল ছবির গল্প। মুন্নি ভারতে এসে পড়লে তার সাথে দেখা হয় পবনের যে কিনা হনুমান ভক্ত। পবন ঠিক করে যে কোনো প্রকারে মুন্নিকে পাকিস্তানে তার মায়ের কাছে পৌঁছে দেবে সে। অন্যস্বাদের এই ছবিটি দর্শকদের ব্যাপক মনে ধরেছিল।

site