• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সানি দেওয়াল-জ্যাকি শ্রফের সাথে সাহসী দৃশ্যে অভিনয়, আজও এই ছবির জন্য পস্তান মাধুরী দীক্ষিত!

Published on:

বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা তা আজও প্রমাণ করে চলেছেন বি-টাউনের এভারগ্রিন ডিভা মাধুরী দীক্ষিত। তার গ্ল্যামার, নাচ, এবং অভিনয়ের দক্ষতায় আজো কুপোকাত নতুন প্রজন্ম। তবে এই জায়গায় পৌঁছাতে কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেত্রীকে। তার এই চূড়ান্ত স্টারডমের পেছনে রয়েছে লম্বা স্ট্রাগলের ইতিহাস। কিন্তু এই স্ট্রাগল পর্বেই করা একটি সিনেমা নিয়ে আজও আফশোস করেন অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের অভিনয় জীবনের প্রথম নায়ক বাংলার ছেলে তাপল পাল। ১৯৮৪ সালে পরিচালক হীরেন নাগ পরিচালিত অবোধ ছবিতে তাপসের বিপরীতে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। সেই অনুযায়ী মাধুরীর প্রথম হিরো তাপস। তবে এই ছবিতে বিশেষ নাম করতে পারেননি মাধুরী।

টানা চারবছর কাজ করার পরেও বড়সড় হিট দিতে পারেননি তিনি। সেই সময় ‘দয়াবান’ ছবিতে সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল মাধুরী এবং বিনোদ খন্নাকে।
কিন্তু বোল্ড সিন, সাহসী দৃশ্যে অভিনয় করার পরেও তখনো তার জীবনে স্টারডমের ছোঁয়া লাগেনি।

এরপরেই সানি দেওল এবং জ্যাকি শ্রফের মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগ পান মাধুরী। বক্স অফিসেও হিট হয়েছিল সেই ছবি। কিন্তু এই ছবি নিয়ে আজও পস্তান মাধুরী। উমেশ মেহরার সেই ফিল্মটি ছিল ‘বর্দী’। তবে শ্যুটিং শেষ হলেও নানা ডামাডোলে তা রিলিজ হচ্ছিল না। মাধুরীকে জ্যাকির সঙ্গে ‘বর্দী’-তে বোল্ড সিনে দেখা গিয়েছিল। কিন্তু পরে যখন ছবিটি রিলিজ করে তখন মাধুরীর দৃশ্য এতটাই কেটে দেওয়া হয়েছিল যে তার চরিত্র শেষমেশ একটি ক্যামিও রোলে পরিণত হয়। আর এই কারণেই এই ছবির জন্য আজও আফশোস করেন মাধুরী দীক্ষিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥