• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুদিন ফিরল বলিউডের! The Kashmir Files’কে টপকে দেশ বিদেশে রেকর্ড গড়ছে রণবীর-আলিয়ার ‘Brahmastra’

Published on:

Brahmastra,The Kashmir Files,Brahmastra The Kashmir Files,Brahmastra box office collection,Brahmastra worldwide box office collection,Bollywood,entertainment,ব্রহ্মাস্ত্র,দ্য কাশ্মীর ফাইলস,ব্রহ্মাস্ত্র দ্য কাশ্মীর ফাইলস,ব্রহ্মাস্ত্র বক্স অফিস কালেকশন,বলিউড,বিনোদন

রিলিজের আগে থেকেই চর্চার কেন্দ্রে চলে এসেছিল রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। রিলিজের আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় উঠেছিল এই বিগ বাজেট ছবি বয়কটের ডাক। তবে রিলিজের পর কিন্তু দেখা যাচ্ছে একেবারে অন্য দৃশ্য। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে এই সিনেমা।

গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে অয়ন মুখার্জি পরিচালিত এই ছবি। নির্মাতাদের পক্ষে সবচেয়ে খুশির খবর হল, শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও রমরমিয়ে চলছে এই ছবি। সম্প্রতি বিদেশের বক্স অফিসে একটি নতুন রেকর্ড গড়েছে ‘ব্রহ্মাস্ত্র’। সেই সঙ্গেই পিছনে ফেলে দিয়েছে সুপারহিট ‘দ্য কাশ্মীর ফাইলস’কে (The Kashmir Files)।

Anupam Kher in The Kashmir Files

চলতি বছর বলিউডের ভরাডুবির মাঝেও বক্স অফিসে ঝড় তুলেছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। তবে এবার সেই সিনেমাকেই ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিস কালেকশনের নিরিখে পিছনে ফেলে দিল রণবীর-আলিয়ার সিনেমা।

‘দ্য কাশ্মীর ফাইলস’ সারা বিশ্বে মোট ৩৪০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এবার সেই সিনেমাকেই পিছনে ফেলে দিল অয়নের পরিচালিত সিনেমা। ‘ব্রহ্মাস্ত্র’ এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় ৩৫০ কোটি টাকা কামিয়ে ফেলেছে।

Ranbir Alia in Brahmastra

তবে জানিয়ে রাখা প্রয়োজন, ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের নিরিখে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে পিছনে ফেললেও ভারতে ব্যবসা নিরিখে কিন্তু এখনও এগিয়ে রয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবিই। এটি এখনও পর্যন্ত চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা বলিউড সিনেমা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র নাম। এখনও পর্যন্ত ছবিটি ভারতে ১৯৯.২ কোটি টাক কামিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’এর নাম। সেই ছবিটি ভারতে ১৮৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

Bhool Bhulaiya 2

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ একটি মাল্টি স্টারার সিনেমা। এই বিগ বাজেট ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, সাউথ সুপারস্টার নাগার্জুন, টেলিভিশনের ‘নাগিন’ মৌনী রায়। এছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়ার মতো নামী শিল্পীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥