বাংলা ইন্ডাস্ট্রির ব্যোমকেশ আর অসংখ্য তরুণীর বং ক্রাশ হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আজই মুক্তি পেয়েছে তাঁর বহু কাঙ্খিত সিনেমা ‘আবার বছর কুড়ি পরে’ (Abar Bochor Kuri Pore)। এই ছবিতেই প্রথমবার আবিরের সঙ্গে জুটি বেঁধেছেন টলি অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। এছাড়াও এই মাল্টিস্টারার এই ছবিতে থাকছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, এবং রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে।
স্কুলের স্কুলের পুরনো বন্ধুদের সাথে কাটানো মুহুর্ত, মনের মণিকোঠায় ভীড় করে আসা পুরনো নস্ট্যালজিয়া, আর রিইউনিয়নের মত বিষয় নিয়েই তৈরি হয়েছে নবাগত পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের সিনেমা ‘আবার বছর কুড়ি পরে’। এই ছবি প্রসঙ্গে পরিচালক বলেছেন, ”নিজের মতো করে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে গল্পটি লেখার চেষ্টা করেছি। প্রায় তিন-চারবছর লাগল আমার চিত্রনাট্যটা লিখতে।”
উল্লেখ্য এই ছবি এমন একটা সময়ের গল্প বলে যখনকার দিনের বন্ধুত্বে আজকাল ভার্চুয়াল বন্ধুত্বের তুলনায় অনেক বেশি গুরুত্ব পেত মান,অভিমান,ঝগড়া, মারামারির মতো সূক্ষ্ম অনুভূতি গুলি। তাই আজকালকার দিনের ফেসবুক হোয়াটসঅ্যাপের ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময়ের চেয়ে অনেক বেশি উষ্ণতার ছোঁয়া ছিল নব্বইয়ের দশকের চিঠি দেওয়া নেওয়া থেকে ল্যান্ড ফোনের ওপারে থাকা দুটো মানুষের মনের মধ্যে।
তাই অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের মতে যারা নব্বইয়ের দশকের ছেলেমেয়ে তারা ভীষণ ভাবে রিলেট করতে পারবেন এই সিনেমাটির সঙ্গে। এই ছবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে অভিনেতা বলেছেন “এই ছবি একেবারেই আমাদের গল্প। নব্বইয়ের দশকে যাঁদের বেড়ে ওঠা তাঁরা তো আরও ভীষণভাবে কানেক্ট করতে পারবে নিজেদের এই ছবির সঙ্গে। এবং ‘আবার বছর কুড়ি পরে’ বন্ধুত্ব ও প্রেমের বাইরে গিয়ে ওই সময়টারও গল্প। যেমন তখন ল্যান্ডলাইন ফোনের রমরমা ছিল, চিঠি লেখা ও দেওয়ার চল ছিল। ”
তাই ছবির শুটিং করার সময় নাকি অবির নিজেও প্রতি মুহূর্তে ভুগেছেন পুরনো নস্ট্যালজিয়াতে। অভিনেতার কথায় “পুরো ছবিটার শ্যুটিং করাকালীন আরও একবার ভীষণভাবে পুরনো অনুভূতির দল হুড়োহুড়ি করে এসে ভিড় জমিয়েছিল মনের মধ্যে।” তাই পুরনো কথা প্রসঙ্গে স্কুল লাইফের প্রেমের কথা উঠতেই আবির বলে ওঠেন “প্রচুর ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিল না। সম্ভাবনাও প্রায় ছিল না বললেই চলে।”