টলিউডের অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হট টপিক। বেশ কিছুদিন ধরে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জনের পর সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেত্রীর বেবিবাম্প (Babybump) সহ ছবি। এরপর থেকেই যেন আরো জোরালো হয়েছে অভিনেত্রীকে নিয়ে বিতর্ক। এবার অভিনেত্রীর বিতর্কে নাম জড়াল অভিনেতা আবির চ্যাটার্জীর (Abir Chatterjee)। নুসরতের সন্তানের বাবা কে সেটা বর্তমানে সকলেরই প্রশ্ন। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতেই হাজির করা হল ব্যোমকেশ বক্সীকে (Byomkesh Bakshi)।
এখন প্রশ্ন হল হটাৎ কেন এমন ট্রোল? আর কি করেই বা আবির চ্যাটার্জীর সাথে নাম জড়াল নুসরত জাহানের! আসলে এবছরের শুরুর দিকে আবির ও নুসরতের একটি ছবি রিলিজ হয়েছে। ছবিটির নাম ‘ডিকশনারী’। ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দুজনে। সেই ছবির একটি দৃশ্যকেই মিম হিসাবে তৈরী করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ছবিতে দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছেন নুসরত। নুসরতের থেকে একটু দূরে পিছনে দাঁড়িয়ে আছেন আবির চ্যাটার্জী। তার ছবির পাশে লেখা রয়েছে, ‘বলুন কিভাবে সাহায্য করতে পারি?’ আর নুসারের ছবির পাশে লেখা রয়েছে, ‘আমার বাচ্চার আসল বাবটা কে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু?’
আসলে আবির চ্যাটার্জিকে টলিউডে ব্যোমকেশের চরিত্রে দেখা গিয়েছে বহুবার। তাই আবিরকে ব্যোমকেশ হিসাবে দেখিয়ে অভিনেত্রীর সন্তানের আসল বাবা খোঁজার নাম করেই বানানো হয়েছে এই মিম।
প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন আগেই নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি দেখে অভিনেত্রীর মা হবার ইঙ্গিত মিলেছিল। অভিনেত্রী সত্যি সত্যিই মা হয়েছেন কিনা জানার জন্য উত্তেজনা বাড়ছে এমন সময় বিস্ফোরক মন্তব্য করেন নিখিল জৈন। নিখিল বলেন নুসরত যদি মা হয় তাহলে এ সন্তান আমার নয়। কারণ বিগত বেশ কয়েক মাস যাবৎ আলাদা থাকছেন দুজনে, তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই।
অবশ্য এরপর অভিনেত্রীও রীতিমত বোমা ফাটিয়েছেন একটিবিবৃতি প্রকাশ করে। অভিনেত্রীর মতে নিখিলের সাথে নাকি তার বিয়েই হয়নি। এই বিবৃতি সামনে আসার পরেও অভিনেত্রীর পুরোনো ছবি ভাইরাল হতে শুরু করে যেখানে পাসপোর্টে ও সংসদ ভবনে দেওয়া তথ্যে নুসরতের বিবাহিত হবার উল্লেখ রয়েছে।