• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়পর্দা কাঁপিয়ে ছোটপর্দায়! এই সিরিয়ালের কামব্যাক করছেন আবির চট্টোপাধ্যায়

বাংলা সিনেমা (Bengali Film) জগতের অন্যতম সফল একজন অভিনেতা হলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বড় পর্দার গোয়েন্দা ব্যোমকেশ বক্সী তিনি। দীর্ঘদিনের অভিনয় জীবনে অভিনেতা উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সব সিনেমা। কিন্তু এবার আবির চট্টোপাধ্যায় ফিরছেন নিজের শিকড়ে অর্থাৎ বাংলা সিরিয়ালের জগতে।

একটা সময় বিনোদন জগতে আবিরের পথ চলাটা শুরু হয়েছিল কিন্তু বাংলা সিরিয়ালের হাত ধরেই। একটা সময় ছিল যখন আবির ‘এক আকাশের নীচে,’ ‘খুঁজে বেড়াই কাছের মানুষ,’ ‘বহ্নিশিখা’র  মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে কখনো নায়ক আবার কখনও পার্শ্ব  চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরেই ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ সিনেমার হাত ধরেই প্রথম ডেবিউ করেন বাংলা সিনেমায়।

   

বাংলা সিনেমা,Bengali Film,টলিউড,Tollywood,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,বাংলা সিরিয়াল,Bengali Serial,অতিথি শিল্পী,Guest Artist,সাথী,Sathi

তারপর আর ফিরে তাকাতে হয়নি। বাকিটা ইতিহাস, একের পর এক অভিনয় করেছেন একাধিক সফল বাংলা সিনেমায়।  তবে এবার জানা যাচ্ছে বহুদিন পর আবার বাংলা সিরিয়ালে ফিরছেন অভিনেতা। যা শুনে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে বড় পর্দা ছেড়ে হঠাৎ ছোট পর্দায় কেন আসছেন অভিনেতা? আসলে আগামী দিনে সান বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘সাথী’তে মাত্র কয়েক দিনের জন্য একজন অতিথি শিল্পী হয়ে আসছেন আবির।

এই মুহূর্তে এই সিরিয়ালটিতে এক মাস ধরে চলছে বিনোদনের মহা পার্বণ। তাই প্রত্যেক সপ্তাহেই এই সিরিয়ালের দর্শকদের জন্য থাকছে  বিশেষ চমক। এমনই একটি পর্বে ধারাবাহিকের নায়ক ওম ওরফে ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়রের চরিত্রের সিরিয়ালে এন্ট্রি  চলেছেন আবির। জানা গিয়েছে  ইতিমধ্যেই সেই পর্বের প্রোমো শ্যুটও হয়ে গিয়েছে।

বাংলা সিনেমা,Bengali Film,টলিউড,Tollywood,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,বাংলা সিরিয়াল,Bengali Serial,অতিথি শিল্পী,Guest Artist,সাথী,Sathi

এ বিষয়ে জানতে যেয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা আবির  চট্টোপাধ্যায়ের সাথে। বহুদিন পর ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা জানিয়ে এদিন আবির বলেছেন এই কাজটা নাকি তাঁর বেশ অন্যরকম লেগেছে। কারণ হিসাবে অভিনেতা জানিয়েছেন এই সিরিয়ালে দর্শক তাঁকে দেখবেন আবির চট্টোপাধ্যায় রূপেই।

এছাড়া এই সিরিয়ালের প্রযোজকের সাথে বেশ ভালই সম্পর্ক অভিনেতার। মাঝেমধ্যেই একসাথে তাঁরা কাজ করে থাকেন। তাছাড়া এই সিরিয়ালে ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন আবিরের মা তথা অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায়। তাই আবিরের কথায় ‘অনেকটা পারিবারিক বিষয়। আর তা ছাড়া আমার অভিনয় যাত্রার শুরু যেহেতু সিরিয়ালের মাধ্যমে তাই ছোট্ট পর্দার কাছে সবসময়ই কৃতজ্ঞ থাকব’।

site