• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরের কাছে সুখ না পেয়ে পরকীয়ায় মত্ত নুসরত জাহান, দেখুন ভাইরাল ভিডিও

Nusrat Jahan নুসরত জাহান

টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) -এর পিছু ছাড়ছেনা বিতর্ক। বিভিন্ন মহলে রটে গিয়েছে টলি অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)- এর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ে ভাঙতে পারে নিখিল নুসরতের। অনেকদিন ধরেই নাকি ব্যক্তিগত সমস্যার জেরে নুসরতের সংসারে চলছে অশান্তি।

এরমাঝেই মুক্তি পেল ব্রাত্য বসুর (Bratya Basu) ছবি নুসরত জাহান আবির চ্যাটার্জি অভিনীত ‘ডিকশনারি’ (Dictionary)। রিল লাইফ এবং রিয়েল লাইফ যেন মিলে গেল অভিনেত্রীর। এই ছবিতে নুসরতকে দেখা যাবে স্মিতার চরিত্রে, যেখানে স্বামী বয়সে বড় হওয়ায় তার সাথে সম্পর্ক গড়ে ওঠেনি নায়িকার। আর তাই স্মিতার জীবনে সেই জায়গা পূরণ করল অন্য মানুষ। দাম্পত্য এবং পরকীয়ার এই টানাপোড়েনই ফুটে উঠবে এই ছবিতে।

অসুর ছবিতেও স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন আবির নুসরত। এই ছবিতেও আবির (অশোক সান্যাল) এবং নুসরত (স্মিতা) এর দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়ায় স্মিতার দেওর সুমন। কলকাতায় পড়াশোনা করতে এসে বৌদির মোহে আটকে পড়েন সুমন। বুদ্ধদেব গুহ-র দু’টি ছোটগল্প ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’ অবলম্বনে তৈরি এই চিত্রনাট্য।

এই ছবিতে নুসরতকে দেখা গিয়েছে সম্পূর্ণ আলাদা লুকে। মেকাপহীন, এলোমেলো চুল, সুতীর শাড়িতে সাধারণ লুকে অনবদ্য দেখাচ্ছে নুসরতকে পাশাপাশি সাদা পাঞ্জাবি, পাজামা মোটা ফ্রেমের চশমা পরে গম্ভীর লুকে বেশ দেখিয়েছে আবির কেও। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে
তৈরি হয়েছে তুমুল কৌতুহল। দেখুন ট্রেলার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥