• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুনিয়াটা সত্যিই স্বার্থপর! অভিষেক চলে যাওয়ার পর খোঁজও নেয় না কেউ, বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

Published on:

Abhishek Chatterjee wift Sanjukta Chatterjee says everyone turned away after her husband's death

চলতি বছরের শুরুতেই টলিউডে (Tollywood) নেমে এসেছিল শোকের ছায়া। গত ২৪ মার্চ আচমকাই জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ইন্ডাস্ট্রির সদা হাস্যময় অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)। অভিনেতার মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বহু পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছিল। সেগুলির মধ্যে বেশ কিছু ভিডিওয় দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি।

তবে অভিনেতার মৃত্যুর পর বেশ অনেকটাই অভিমান জমেছে স্ত্রী সংযুক্তা চ্যাটর্জি (Sanjukta Chatterjee) এবং মেয়ে সাইনার (Saina Chatterjee) মনেও। অভিষেকের মৃত্যুতে সবচেয়ে বড় ধাক্কা পেয়েছেন তাঁরাই। কাছের মানুষকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন দু’জনে। কিন্তু সেই সংযুক্তা এবং সাইনারই এখন কেউ খোঁজখবর নেয় না। তাঁরা কেমন আছেন, কীভাবে তাঁদের দিন কাটছে তা কেউ জানতেই চায় না।

Abhishek Chatterjee with wife Sanjukta and daughter Saini
ছবিঃ অভিষেক চ্যাটার্জী ফেসবুক

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খুলেছেন অভিষেক ঘরণী সংযুক্তা। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনেতার মৃত্যুর পর তাঁদের কাছের মানুষেরা তাঁর এবং সাইনার খোঁজখবর নিচ্ছেন?

জবাবে সংযুক্তা জানান, অভিষেকের মৃত্যুর পর তাঁদের দিক থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। কেউ তাঁদের খোঁজখবরও নেয় না। মায়ের পাশে বসে মাথা নেড়ে সম্মতি জানায় ছোট্ট ডলও। যদিও অভিনেতার ঘরণী জানান, কেউ তাঁদের খোঁজ নিক বা না নিক তাতে তাঁদের কিছুই যায় আসে না।

Sanjukta Chatterjee and Saina Chatterjee

সংযুক্তা বলেন, ‘আমার কাছে এটা খুব একতা গুরুত্ব পায় না। তোমরা আমায় দেখছ, আমার বেস মুম্বইয়ে। সেখানে প্রত্যেকে খুবই স্বতন্ত্রভাবে জীবন কাটায়। আমার ওটার অভ্যাস রয়েছে। আমি আইসিআইসিআই থেকে শুরু করে প্রচুর ব্যাঙ্কে কাজ করেছি। কাজের জন্যই আমার অভ্যাস রয়েছে টিমকে লিড করার। তাই জীবন যখন আমাকে এই পরিস্থিতিতে এসে ফেলল আমার সামলাতে সমস্যা হয়নি’।

সাক্ষাৎকারের শেষে অভিনেতার স্ত্রী বলেন, ‘দিনের শেষে কীভাবে তুমি সব জিনিস চালাচ্ছো, সঠিক পথে থাকা সবচেয়ে বেশি জরুরি। সঠিকভাবে থাকো, সৎ থাকো তাহলে দেখবে সব ঠিক আছে। কে যোগাযোগ করল আর কে করল না তাতে সত্যিই কিছু যায় আসে না। আমার এখন একমাত্র উদ্দেশ্যই হল ডলকে দাঁড় করানো। আমি ওঁকে বলি, তুই ভালো করে দাঁড়িয়ে যা, তারপর আমিও ওঁকে যোগ দেব। তবে ডলুমা যতক্ষণ পর্যন্ত না বড় হবে ততদিন পর্যন্ত কোথাও যাব না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥