বৃহস্পতিবার ভোর থেকেই মন খারাপ সকলের। সবাইকে কাঁদিয়ে দিয়ে বড় অসময়ে চলে গেলেন বাংলা ইন্ডাস্ট্রির এককালের টলিউড (Tollywood) ‘হার্টথ্রব’ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তাই শিল্পীর অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না আমজনতা থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী কেউই। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছয়লাপ হয়ে গিয়েছে প্রয়াত অভিনেতার ছবিতে।
জানা যায় বুধবার শুটিং করার সময় শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। হাত পা কাঁপছিল তাঁর। এরপর ধরাধরি করে সবাই বাড়ি পৌঁছায় দিয়ে যায়। হাসপাতালে যাওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু রাজি হননি অভিনেতা। অসুস্থ অবস্থায় শুটিং থেকে বাড়ি ফেরার পর ওইদিন মাঝরাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে চলে যান এই এই অভিনেতা।
তার মৃত্যু এতটাই আকস্মিক যার সামান্য আঁচ পর্যন্ত টের পায়নি কেউ। পরিবারে স্ত্রী, কন্যাকে রেখে মাত্র ৫৭ বছর বয়সেই থেমে গেল এই প্রতিভাবান শিল্পীর জীবন। গতকাল থেকেই কেউ তাদের প্রিয় মিঠুদার সাথে পুরনো স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন তো কেউ ভাগ করে নিয়েছেন এই সুপুরুষ অভিনেতার সাথে শুটিং ফ্লোরে কাটানো নানান মুহুর্তের স্মৃতি।
সেইসাথে গতকাল সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝে মধ্যেই উঠে এসেছে অভিষেক চট্টোপাধ্যায়ের অতীত জীবনের নানান বিতর্কিত অধ্যায়ের টুকরো স্মৃতি। আর তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহের অন্ত নেই। তেমনই অনেকেই জানতে চেয়েছেন প্রয়াত অভিনেতার জীবনের প্রথম প্রেম কে। আর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো কিছুই অজানা নয়।
আসলে জীবনের প্রথম প্রেমের কথা একবার নিজেই প্রকাশ করেছিলেন অভিষেক। সোশ্যাল মিডিয়ার পাতায় জীবনের সেই প্রথম ভালোবাসার ছবিও শেয়ার করেছিলেন অভিনেতা। ‘Football always my first love’, হ্যাঁ,ঠিকই পড়ছেন অভিষেকের প্রথম প্রেম ছিল ফুটবল। ফুটবল অন্ত প্রাণ ছিল অভিনেতার। একথা জানেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও। একবার অভিনেতা বনাম খেলোয়াড়দের মধ্যে একটি ফুটবল ম্যাচ খেলার ছবি শেয়ার করেছিলেন অভিষেক। সেখানে তাঁর পাশেই বিপক্ষ দলের খেলোয়াড় হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখা যায়।