• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডে চলে নোংরা রাজনীতি! অভিষেক চেয়েছিলেন মেয়ে সাইনাকে বলিউডে লঞ্চ করতে, জল্পনা নেটপাড়ায়

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,সাইনা চ্যাটার্জি,বলিউড,টলিউড,Bollywood,tollywood,Saina chatterjee,Abhishek Chatterjee,sanjukta chatteejee,Abhishek Chatterjee daughter

সম্প্রতি টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee) এর অকাল প্রয়াণের পর থেকেই তার অনস্ক্রিন কন্যা তৃণা সাহার (Trina Saha) পিছু ছাড়ছেনা বিতর্ক। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক, আর তারপর থেকেই লাগাতার খবরের শিরোনামে অভিনেতা। বেঁচে থাকতে তাকে নিয়ে এত চর্চা হয়নি, যতটা তাঁর মৃত্যুর পর হচ্ছে। বয়স মাত্র ৫৭ বছর, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত পর্দায় দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি।

প্রতিভাবান এই শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। বিগত বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টলিপাড়ার এই কার্তিক ঠাকুর। একটি রিয়েলিটি শো-এর শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে কোনও মতে বাড়িতে ফেরেন তিনি। বাড়িতেই স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু তারপরেও আর শেষরক্ষা হয়নি।

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,সাইনা চ্যাটার্জি,বলিউড,টলিউড,Bollywood,tollywood,Saina chatterjee,Abhishek Chatterjee,sanjukta chatteejee,Abhishek Chatterjee daughter

এদিকে বাবা বলতে পাগল ছিল ছোট্ট মেয়েটা, কখনও ভাবেনি নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলতে হবে তাকে। কথা হচ্ছে প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জির (Abhishek Chatterjee) একমাত্র মেয়ে সাইনাকে নিয়ে। অভিনেতার মৃত্যুর পর তাকে নিয়েও টানা হ্যাঁচড়া কম হয়নি৷

ছোট্ট মেয়েটাই বারংবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। তাকে তুলনা করা হয়েছে অভিষেক চ্যাটার্জির অনস্ক্রীন মেয়ে তৃণা সাহার সঙ্গেও। তবে তার কড়া জবাব দিতেও ছাড়েননি প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি। মেয়েকে নিয়ে চোখ জোড়া স্বপ্ন ছিল অভিষেকের। মেয়ে সাইনারও স্বপ্ন বাবার পেশাকেই তিনি পেশা হিসেবে নেবেন, বড় হয়ে তিনি পা রাখবেন বিনোদন জগতেই। বাবার মতো করেই ভালোবাসবেন অভিনয়টাকেও।

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,সাইনা চ্যাটার্জি,বলিউড,টলিউড,Bollywood,tollywood,Saina chatterjee,Abhishek Chatterjee,sanjukta chatteejee,Abhishek Chatterjee daughter

অভিনেতার মৃত্যুর পর অনেক তত্ত্ব সামনে এসেছে। টলিউডে তাকে নিয়ে রাজনীতিও কম হয়নি। দুই নামি সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের জন্যই অনেক প্রতিভা থাকা সত্ত্বেও টলিউডে কাজ পাননি অভিষেক। একের পর এক ফিল্ম হাতছাড়া হয়ে কর্মহীন করে দেওয়া হয়েছিল অভিষেককে।

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,সাইনা চ্যাটার্জি,বলিউড,টলিউড,Bollywood,tollywood,Saina chatterjee,Abhishek Chatterjee,sanjukta chatteejee,Abhishek Chatterjee daughter

তাই মেয়ে যখন তার মতো করেই স্বপ্ন দেখছে, জীবদ্দশায় অভিষেক চেয়েছিলেন তিনি যে রাজনীতির শিকার হয়েছিলেন মেয়ে সাইনাকে যেন সেই একই কষ্ট সহ্য না করতে হয়। তাই অভিষেক চেয়েছিলেন, টলিউডের রাজনীতির ধার না ঘেঁষে মেয়েকে বলিউডে লঞ্চ করতে৷ বাবা মেয়ের স্বপ্ন সাইনা অভিনেত্রী হোক, কিন্তু মা সংযুক্তা তা চাননা। তবে অভিষেক পত্নী জানিয়েছেন ছোট্ট ডলকে কিছুই চাপিয়ে দেবেন না তিনি৷ আপাতত, তার কাজ লেখা পড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥