দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) আজ আর আমাদের নেই। কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না। তাই সকলের প্রিয় মিঠুদাও জীবিত থাকবেন তাঁর কাজের মধ্যে দিয়েই। অভিনয় অন্ত প্রাণ ছিল তাঁর। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তাঁকে দেখা গিয়েছিল লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াতেই। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট বাংলা ছবি ও ধারাবাহিকে।
আজই ছিল অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান। অভিনয়ের পাশাপাশি বরাবরই পূজোপাঠ নিয়ে ব্যস্ত থাকতেন অভিষেক। ঈশ্বর বিশ্বাসী এই অভিনেতা ভালোবাসতেন পুজো করতে। তাই নিজে হাতেই বাড়ির নিত্য পুজো করতেন তিনি। সাইবাবার (Saibaba) পাশাপাশি মা কালীর (Maa Kali) একনিষ্ঠ ভক্ত ছিলেন অভিনেতা। অভিনেতার সেই ঈশ্বর ভক্তির ছবি আজও উজ্জ্বল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
ঈশ্বরকে মনেপ্রাণে মানতেন তাই রোজ সকালে পুজো করেই বাড়ির বাইরে পা রাখতেন তিনি। অভিনেতার স্ত্রী সংযুক্তা (Sanjukta Chatterjee) নিজেও সাইবাবার ভক্ত। তাই তিনি ঠিকই করে নিয়েছিলেন জীবনে বিয়ে করলে এমন কাওকে বিয়ে করবেন যে সাইবাবার ভক্ত হবেন। আর তাই পরিচয় হওয়ার পর যখন জানতে পারেন অভিষেকও তার মতোই সাইবাবার ভক্ত এবং পুজোপাঠ ভালোবাসেন তখনই তার ভালো লেগে গিয়েছিল অভিষেককে।
অভিষেক একটাই সাইবাবার ভক্ত ছিলেন যে নিজের বাড়িতেও তাঁর মূর্তি বসিয়েছিলেন। এমনকী সোশ্যাল মিডিয়ায় নানা সাইমন্দিরে পুজো দেওয়ার ছবিও শেয়ার করতে দেখা যেত অভিনেতাকে। অভিনেতার এই ঈশ্বর ভক্তির কথা ইতিমধ্যেই জানেন সকলে।
অভিষেক চলে যাওয়ার পর তাঁকে নিয়ে নানা গুজব রটেছে। এপ্রসঙ্গে সম্প্রতি প্রয়াত অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ পোস্ট করে তাঁর স্ত্রী লিখেছিলেন ‘আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি, দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না।’