টলিউড বলিউড তথা গোটা বিনোদন জগত জুড়েই যেন কার্যত কারোর অভিষাপ লেগেছে৷ একের পর এক শিল্পীর মৃত্যুতে গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ সঙ্গীত জগত, নাট্য জগত তথা নৃত্য শিল্পীদের তাবড় তাবড় মহারথীদের মৃত্যুর পর গত ২৪ শে মার্চ মধ্য রাতে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)।
তাঁর মৃত্যু সংবাদ যেন এক প্রকার নাড়িয়ে দিল বাংলার সিনে পাড়াকে। একটি রিয়েলিটি শো-এর শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে কোনও মতে বাড়িতে ফেরেন তিনি। বাড়িতেই স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু তারপর আর শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ভোর নাগাদ মৃত্যু হয় তাঁর।
তারপর থেকেই অভিষেককে নিয়ে চর্চার শেষ নেই। গত দুই দশক আগেও নায়কের ভূমিকায় পর্দা কাঁপাতেন তিনি। তাঁর সাবলীল অভিনয়ের দক্ষতা এবং সুদর্শন চেহারায় মুগ্ধ হয়েছিল অসংখ্য সিনেমাপ্রেমী। নিজের কাজ দিয়েই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তাঁর সমসাময়িক প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের মত দাপুটে অভিনেতাদের। প্রয়োজনে সেই সব অভিনেতা দের সাথে একই সিনেমায় অভিনয় করতেও তিনি পিছপা হননি, কারণ তিনি তার প্রতিভা নিয়ে এতটাই আশাবাদী ছিলেন।
স্ত্রী সংযুক্তা চ্যাটার্জির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। আজ তাকে একা ফেলেই চিরনিন্দ্রায় শায়িত অভিনেতা। আজ স্মৃতির পাতা উলটে প্রকাশ্যে এসেছে অভিনেতার বিয়ের কিছু অদেখা ছবি।
২০০৮ সালে সংযুক্তার সঙ্গে সাত পাক ঘোরেন অভিষেক। প্রেম করে নয় বরং দেখা শোনা করে বিয়ের পরেই তাদের জীবনে এসেছিল প্রেম। অভিষেকের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের তাবড়-তাবড় তারকারা৷ সবচেয়ে অবাক হবেন এই জেনে যে মিঠুর বিয়েতে বরকর্তা সেজে হাজির ছিলেন স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পত্নী অর্পিতা চ্যাটার্জি ও। রক্তের সম্পর্ক না থাকলেও রচনা ব্যানার্জি অভিষেককে নিজের দাদার চোখেই দেখতেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন শতাব্দী, লাবনী সরকারের মতো তারকারাও।