• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরকর্তা হয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ, পরে তলানিতে ঠেকে সম্পর্ক! দেখুন অভিষেক সংযুক্তার বিয়ের ছবি

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,প্রসেনজিৎ চ্যাটার্জি,Abhishek Chatterjee,Prosenjit Chatterjee,wedding,sanjukta chatteejee

টলিউড বলিউড তথা গোটা বিনোদন জগত জুড়েই যেন কার্যত কারোর অভিষাপ লেগেছে৷ একের পর এক শিল্পীর মৃত্যুতে গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ সঙ্গীত জগত, নাট্য জগত তথা নৃত্য শিল্পীদের তাবড় তাবড় মহারথীদের মৃত্যুর পর গত ২৪ শে মার্চ মধ্য রাতে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)।

তাঁর মৃত্যু সংবাদ যেন এক প্রকার নাড়িয়ে দিল বাংলার সিনে পাড়াকে। একটি রিয়েলিটি শো-এর শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে কোনও মতে বাড়িতে ফেরেন তিনি। বাড়িতেই স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু তারপর আর শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ভোর নাগাদ মৃত্যু হয় তাঁর।

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,প্রসেনজিৎ চ্যাটার্জি,Abhishek Chatterjee,Prosenjit Chatterjee,wedding,sanjukta chatteejee

তারপর থেকেই অভিষেককে নিয়ে চর্চার শেষ নেই। গত দুই দশক আগেও নায়কের ভূমিকায় পর্দা কাঁপাতেন তিনি। তাঁর সাবলীল অভিনয়ের দক্ষতা এবং সুদর্শন চেহারায় মুগ্ধ হয়েছিল অসংখ্য সিনেমাপ্রেমী। নিজের কাজ দিয়েই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তাঁর সমসাময়িক প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের মত দাপুটে অভিনেতাদের। প্রয়োজনে সেই সব অভিনেতা দের সাথে একই সিনেমায় অভিনয় করতেও তিনি পিছপা হননি, কারণ তিনি তার প্রতিভা নিয়ে এতটাই আশাবাদী ছিলেন।

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,প্রসেনজিৎ চ্যাটার্জি,Abhishek Chatterjee,Prosenjit Chatterjee,wedding,sanjukta chatteejee

স্ত্রী সংযুক্তা চ্যাটার্জির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। আজ তাকে একা ফেলেই চিরনিন্দ্রায় শায়িত অভিনেতা। আজ স্মৃতির পাতা উলটে প্রকাশ্যে এসেছে অভিনেতার বিয়ের কিছু অদেখা ছবি।

অভিষেক চ্যাটার্জি,বিয়ে,বরকর্তা,প্রসেনজিৎ চ্যাটার্জি,Abhishek Chatterjee,Prosenjit Chatterjee,wedding,sanjukta chatteejee

২০০৮ সালে সংযুক্তার সঙ্গে সাত পাক ঘোরেন অভিষেক। প্রেম করে নয় বরং দেখা শোনা করে বিয়ের পরেই তাদের জীবনে এসেছিল প্রেম। অভিষেকের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের তাবড়-তাবড় তারকারা৷ সবচেয়ে অবাক হবেন এই জেনে যে মিঠুর বিয়েতে বরকর্তা সেজে হাজির ছিলেন স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পত্নী অর্পিতা চ্যাটার্জি ও। রক্তের সম্পর্ক না থাকলেও রচনা ব্যানার্জি অভিষেককে নিজের দাদার চোখেই দেখতেন। তাদের বিয়েতে  উপস্থিত ছিলেন শতাব্দী, লাবনী সরকারের মতো তারকারাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥